নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কচু পোড়া

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

হায়রে বিবেক এর পাড় ভেঙে গেছে,
মারহাবা দিলো কোথা? আক্কেল সেলামি,
চড়ক গাছের মত হু হু করে উঠেে
আহ্লাদের আটখানা হয় টানা টানি।

চিনে জোঁক ধরা মনে কী গাছপাথার,
কলুর বদল নাকি চিনির বলদ?
কুয়ের ব্যাঙ এখন মহা কোন বীর
কিস্তিমাত করে আছে জনতা নির্বোধ।

কূপমণ্ডপ লেখক কাগজে কলমে
অনধিকার চর্চায় করেছে জাহির,
কানকাটা পাঠকের অনেক আমোদ
ওজন বুঝে চলা কী?মনের বাহির।

কথার ভেতরে ঘটে আত্ন পরিচয়,
ভদ্র হয়ে থাকে যদি একটু বিগড়ে,
অন্তর টিপুনী নাকি তার অদিখ্যেতা
জগদ্দল পাথরের পরিচয় নিংড়ে।

আমার হৃদয়ে একি বসন্ত বাতাস
কচু পোড়া গন্ধ পাই


মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.