নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ভাষা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

মায়ের থেকে শিখছি ভাষা এই আমাদের মাতৃভাষা,
চাষা, জেলে, কামার, কুমার জ্ঞানী গুণীর ভালোবাসা।
এই ভাষাতে রফিক সালাম প্রাণ দিলো যে কত,
ফেব্রুয়ারীর একুশ তারিখ মনে পড়ছে যত।


ইংরেজি আর ফারসি বলো মায়ের থেকে শেখা,
মায়ের থেকে রপ্ত করে  বলতে কিংবা লেখা ।
ভাষায় জন্য সৃষ্টি আমার বাংলা একাডেমি,
বই মেলাতে প্রাণের মেলা বাংলা বইয়ের প্রেমী।


একাত্তরে সৈন্য সেনা এই প্রেরণায় জাগে,
জীবন দিয়ে চাই অধিকার দেশের তরে লাগে।
ধাপে ধাপে দাবিদাওয়া না দিয়েছে দেশে,
প্রতিবাদের কন্ঠ তুললে রক্ত যেতো ভেসে।


এই জনতা জীবন মায়া ত্যাগ করেছে মনে,
একাত্তরের মুক্তিযুদ্ধে ঝাঁপায় অতক্ষণে।
কত মায়ের কোল খালিতে তাজা প্রাণের বুকে,
নিভে গেছে চোখের প্রদীপ একাত্তরে ঝুঁকে।


কি পেয়েছে জীবন দিয়ে নয়তো ভুক্তভোগী,
দিয়ে গেছে এই জনতার হবে ভালো মুখী।
পঞ্চাশ বছর পেরিয়ে গেছে জালিয়াতি ভরা,
আছে নাকি রক্তের মূল্য নাকি ভীষণ খরা।

একাত্তরের রাজাকারে পাকের সাথে মিলে,
খাইতে চাইছে লুটেপুটে মুখে নিয়ে খিলে।
স্বাধীনতার পরে এখন লুটেপুটে খায়,
তাদের সাথে রাজাকারে অনেক মিলে যায়।

অনিয়মে ধরছে যারা খাচ্ছে দেশের ভাত,
একাত্তরের দেশ বিরোধী খেতাবে একসাথ।
দিতে হবে দেশ অধিকার সুষ্ঠু জনে জনে,
সেদিন শহীদ উচ্চ হবে স্বার্থক হবে মনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.