নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
তোমার জন্য ছাড়ছি / সাত রাজারই ধন/,
ছেড়ে দিছি রাগ জিদ / সেই পোষা অভিমান,
বসত ভিটা ছাড়ছি/ আমি দিয়েছি কর্তন।
তোমার জন্য ছাড়ছি/ আমি যত অপমান।
ছেড়ে দিছি দিন রাত/ শিশির ডোবা সকাল
তোমার জন্য ভুলছি/ অনেক সুন্দর মুখ,
ছেড়েছি চিন্তার ভাড়া / ফেলেছি জীবন কাল
তোমার জন্য ছাড়ছি/ চোখের শীতল সুখ।
পালিত আমার মন/ রাখি সীমা নির্ধারণ
চলতে দেইনি পায়ে/ উড়তে রাখিনি পাখা
থাকতে চাইনি দূরে/ থেকেছি তোমার বৃত্তে
কেবল দুয়ারে নেমে/শুধু প্রতিক্ষায় থাকা।
ছেড়েছি আমি সবই/ জোনাক জ্বলা রাতের
ছেড়েছি নেয়ার সাধ/ চাষের নামে আবাদ
সাত সুদ্রের দেখার/ পড়েনি আর পলক
মনের কেনা মাঠের হয় নাই চাষাবাদ।
এতকিছু ছেড়ে দিছি/ ঘুরে ফিরে একি হলো
সবকিছু ছেড়ে দিছি/ বুঝতে তোমার মন
অবশেষে ছেড়ে গেলে/ তুমি আমার জীবন।
-মোঃ মুসা
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
এম ডি মুসা বলেছেন: সাজ্জাদ ভাই কি করবো আর...
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৫
সোনাগাজী বলেছেন:
সময় এলে ফুল ফোটে
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
এম ডি মুসা বলেছেন: জ্বী গুরু! বড় বাঁশ বাগান দিয়ে গেছে মনের উপর। মাস্টার্স এর পরীক্ষা আগেএকজন সাথে ইনভলভ হয়েছি। স্কুল থেকে অনার্স কেউ ছিল না। তাও বাশ দেওয়া দিয়ে গেছে।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০২
সোনাগাজী বলেছেন:
মন খারাপ করিয়েন না, যিনি আপনাকে ভালোবাসবে, সময় মতো এসে যাবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৭
এম ডি মুসা বলেছেন: কবিতা লেখার আমার কালণ হলো, মানুষ তো বেশিরভাগ আলেসামি করে। বড় কথা গুলো ছোট আকারে লেখা এটা চিন্তা
আমি চাই অনেক গুলো গল্প কবিতার ছন্দে লেখতে। সমাজের নানা গল্প,
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস।