নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আজ শবে বরাত ইবাদত এবং হালুয়া রুটি খাওয়ার উৎসবের ঘনঘটা

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২২

BVNEWS24 ||



আলোকসজ্জা করা যাবে কি?
শবে বরাত রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করেছেন। এর মাধ্যমে একটি উৎসবের আমেজ তৈরি করা হয়। এই উৎসব করা কিসের ভুল? উৎসব মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ঈদের দিন ইবাদত করে না? শবে বরাতের ভাগ্য বদলের জন্য প্রার্থনা করে। বাঙালি মুসলমানেরা বিশ্বাস করে।

আতশবাজির ও পটকা ফোটানোঃ
সমাজের একটা শ্রেণি আছে, যারা এই রাতে মাথায় টুপি ও হাতে তসবিহ নিয়ে আতশবাজি ছোড়ে এবং পটকা ফোটায়। এর কারণে যদি আশেপাশে মানুষ অসুবিধা হয় তাহলে না করা। সবাই যদি এই ইবাদত উৎসব করতে পারে সমস্যা কি? মানুষ এমনি নামাজ রোজা করে না মানুষ কে সচেতন করে আজ ইবাদত জন্য সজাগ করলে সমস্যা কি?

হালুয়া-রুটি

একটি কথা প্রচলিত আছে, যা রাসূল সা:-এর হাদিস বলে চালিয়ে দেয়া হয়। তা হলো, ‘শবে বরাতে হালুয়া-রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এই গুলো সঠিক হাদীস নেই। আপনি হালুয়া রুটি খান, রুটি মাংস খান। আরো নানা ধরনের খাবার খান। খাবার খাওয়া কোন সমস্যা নেই। আপনি আজকে একটা গরু জবাই করে গরিবের ভিতর বিলিয়ে দেন সমস্যা কি? আরো সাওয়াব পেলেন। এই দিনে খাবার বেদাত এই সেই যত ফালতু কথা বলে সমাজ বিভ্রান্ত করার অপচেষ্টা কী দরকার?..


শবে বরাতঃ আরব দেশে পালন করে না বাঙালি পালন করে। রমজান পূর্ব একটা আনুষ্ঠানিক উদ্বোধন এর মত ইবাদাত জন্য ব্যবস্থা। আপনি চাইলে নফল ইবাদত করতে পারেন । বছরের সারা বছর আপনি ইবাদত খবর নেই। আজকে না হয় এই উৎসব ভিতরে করলেন সমস্যা কি?

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

সোনাগাজী বলেছেন:



তা'হলে, কিছু সমস্যা দেখা দিয়েছে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

এম ডি মুসা বলেছেন: বাঙালি মুসলমানেরা সেখান ঝামেলা তৈরি করে। এই দেশ মুসলিম তাই তাদের সংস্কৃতি আছে। করূক । নীচে পক্ষে বিপক্ষে অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি দুটো ছবি দিয়েছি। গাজী সাহেব দেখেন এই বাঙালি মুসলমান এর কি অবস্থা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

অনামিকাসুলতানা বলেছেন: শবেবরাতের মত এম ন একটা সুন্দর উৎসব নিয়ে ও সমস্যা । বড়ই আফসোস।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

এম ডি মুসা বলেছেন: এটা নিয়ে নানা ধরনের মন্তব্য চলছে ফেসবুক। ইউটিউব এ‌

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



আমার মতে, বাংগালী মুসলমানেরা ইয়েমেনী, ইরানী, সিরিয়ান, সৌদী ও ইরাকের মুসলমানদের চেয়ে অনেক ভালো; আরবের মুসলমানরা শিয়া, সুন্নী, ওয়াহাবী ও আহমেদিয়া গ্রুপে বিভক্ত হয়ে, একে অন্যদের মারছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

এম ডি মুসা বলেছেন: আমি এই সম্পর্ক জানি না। ওদের সম্পর্ক আপনার থেকে জানতে পারলাম।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

ঢাবিয়ান বলেছেন: কি যে সুন্দর একটা ধর্মীয় উৎসব ছিল এই শবে বরাত ! কত যে সুন্দর সব স্মৃতি এই দিনকে ঘিরে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

এম ডি মুসা বলেছেন: এখন মসজিদ মিয়া পিঠা খাইতে পাইনা। আগে মসজিদ নামাজ শেষে খাওয়া-দাওয়া চলতো। দিন দিন এইসব এখন বাদ হচ্ছে

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

কামাল১৮ বলেছেন: এটা আমাদের কালচারের একটা অংশ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০০

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন। এক রমজানের আগে এই সময়ে ডুবাই ছিলাম। রাতে ৭ টার পর গেছি। একটু নামাজ পড়বো মসজিদ। অনেক গুলো মসজিদ গেছি সব বন্ধ আছে এশার এর পরেও। তখন বুঝতে পারছি এইসব আরবের লোকেরা পালন করে না। এটা একটা উৎসব। রমজান পূর্ব একটা আনুষ্ঠানিক উদ্বোধন। এটা ভালো তো- এটা এই সেই বেদাত বহু কথাবার্তা ফেসবুক চলছে তাই এখানে পোস্ট করছি।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

নতুন বলেছেন: আমাদের দেশে কিছু মানুষ লবনকে নুন বলে থাকে।

কারন হইলো নুন আরবী হরফ নুন বললে ১০ নেকি পাবে তাই লবনকে নুন বলে. ...

আমাদের দেশে ধর্ম নিয়ে অনেক আজগুবী জিনিস প্রচলিত আছে...

অবশ্য বিশ্বাস জিনিসটাই তো এমন। আজগুবী জিনিস বিনা প্রশ্নে মেনে নেওয়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:০৩

এম ডি মুসা বলেছেন: কি আর বলবো

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: প্রতি বছর এক ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: আমাকে এ বছর কেউ হালুয়া রুটি দেয় নি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৯

এম ডি মুসা বলেছেন: রেস্টুরেন্ট গিয়ে কিনে খান,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.