নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
ফয়সালঃ বার বার মিস কল দিতেছে। তখন বিকলে ৩টা প্রায়। গোধূলি পেরিয়ে বিকেল হেলে পড়ছে।
আমিঃ ফোনটা রিসভ করলাম, কি রে এত ফোন দেস কেন? কি সমস্যা ।
ফয়সালঃ আরে না বিকেলে ঘুরতে বের হবেন?
আমি ঃ আচ্ছা তুই যেহেতু বলছো আসি অপেক্ষা কর এই বলে আমি রাস্তার কাছে পৌঁছে গেলাম।
ফয়সালঃ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ব্রিজের উপর দুজন।
চলেন খালের ওপারে যাই একটা বন্ধু আছে, ওর সাথে দেখা করতে যাই।
আমিঃ আরে না, আমি সকালে না ওই তোর বন্ধুর সাথে দেখা করে আসছি। এখন আবার কেন যাবো?
ফয়সালঃ আরে আসনে না ভাই। আসেন দেখা করেই সাথে সাথে চলে আসব।
আমিঃ কোনো মতে যাচ্ছি না আমি যাব না। আমি বললাম তুই যা আমি যাবো না । আমি এক ছাত্রীর বাসায় যাবো
রুনার অনেক দিন হলো কোনো খোঁজ খরর নাই। একটু দেখে আসি। তুই যা আমি যাবো না এই বলে আমার পথে আমি
হাঁটতে শুরু করলাম। কিছু ক্ষণ পর দেখি ফয়সাল আমার পিছন পিছন হাঁটা শুরু করছে।
আমিঃ পথে আশে পাশে দেখতে দেখতে চলে গেলাম আমার যেখানে যাওয়ার সেই ছাত্রী বাসায়।
রুনাদের বাসায় ডুকে দেখি রুনার শাশুড়ি সামনে। রুনা কোথায়? রুনাদের দরজা লাম্বা একটা দরজা।
রুনার শাশুড়িঃ রুনা পাশের বাড়ি গেছে পানি আনতে । তুুমি বসো চেয়ারে রুনা এখনি চলে আসবে।
সেই বাড়ির শহীদের মাঃ রুনা আসুক তুমি বসো কথা বর্তা বলি। তোমার ভাই নাকি বিদেশ থকে আসছে?
আমিঃ আসছে তার সাথে আমার যোগাযোগ নাই। তার বিষয়ে কোন কথা বলতে চাইনা। ভাইর সাথে কোন সম্পর্ক নাই।
ফয়সালঃ এই ফাঁকে রুবেল এবং রাসেল তার পুরোনো বন্ধু পেয়ে তাদের সাথে রুনাদের বাসার দরজায়ই কথা বলা শুরু করে দিয়েছে আমার দিকে কোন খবর নাই।
রুনাঃ রুনা পানি নিয়ে এসেই সালাম দিলো কেমন আছেন ?
আমি বললামঃ সালাম নিলাম আছি ভালো তুই কেমন আছোস?
রুনা ঃ আছি ভালো্
আমিঃ অনেক দিন তোর কোনো খোঁজ খবর নাই তাই তোদের বাসায় চলে আসলাম।
রুনাঃ আমার কাছে মোবাইল ছিল না, তাই কারোই সাথে কথা বলতে পারিনি। আপনি নাকি বিয়ে করছেন?
আমিঃ আরে না এইসব গুজব পাস কোথায়? তখন কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে।
আমিঃ চলি আবার আসব একদিন যাই রে । রুনাঃ বলল আবার আইসেন আবার আইসনে ।
রুবেল, রাসেল ফয়সাল কথা বলতেছে। আমাকে দেখে সেখানে বলে উঠছে ফয়সালা সবাই আমাকে বলল ঘটনা কি শুনছেন?
রুবেল নাকি টাকা চুরি করছে।
আমিঃ কি বলস রুবেল কবে এই কাজ করলি?
রুবেলঃ আপনি বিশ্বাস করেন? আমি এই কাজ করতে পারি? । আমাকে এক পরী আমাকে চোর বানাইছে।
আমি আপনাকে পাইনি বলতে পারিনি। আমি টাকা নেই নাই । ফজিলত আপায় তার সাথে পরী আসে সে বলছে আমি নাকি টাকা চুরি করছি। আমি মসজিদে যেতে পারবো আমি টাকা চুরি করি নাই।
আমিঃ আরে তুই এমন ভাবিস কেন? ওই মহিলা তো একটা ভণ্ড ওর সাথে পরী আসে না । এটা একটা কুসংস্কার।
আমি বললামঃ এমন কেউকে আর পরী মিথ্যা অপবাদ দিছে ?বলতে পারবি?
রুবেলঃ ওই বাড়ির খলিফা বাড়ির পোলা, তারপর মানিক এর বউ, মিথ্যা বলে পরী দ্বারা হেনস্থা হয়েছে।
আমিঃ কি কস ? তারা কোন ব্যবস্থা নেয়নি? আসে পরী আবার মানুষের সাথে আসে নাকি? এই সব তুই বিশ্বাস করোস? আমি করি না আগে থেকে।
সন্ধ্যার সময় আমরাঃ পরীর বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলাম সিরিয়াল দিয়ে ঢুকে পরীর কাছে যেতে......
আমরা সবাইঃ একটা সিদান্ত নিলাম যে সাংবাদিক ডাকবো তারপর এদের কথা জানাতে হবে....
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭
এম ডি মুসা বলেছেন: ওই মহিলা পরে নারী নির্যাতন মামলা দেবে, মহিলাদের ভেলকি বড় খারাপ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৮
জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশে যদি ৭০ হাজার গ্রাম থাকে এই ৭০ হাজার গ্রামেই এ ধরণের ঘটনা রয়েছে, কয়জনের পিছনে সাংবাদিক লেলিয়ে দিবেন, তারচেয়ে ভালো হয় জনগনকে এসবের বিরুদ্ধে সচেতন করা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৪
এম ডি মুসা বলেছেন: জ্যক সাহবে ঠিক বলছেন । এই গুলো দিন দিন আপনি আমি সচেতন হলে ভন্ড গুলো আর সুবিদা করতে পারতো না
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২
সোনাগাজী বলেছেন:
আপনার লেখার ফরমেট ঠিক হয়নি, মনে হয়। আপনি কি নাটকের মতো করে লিখতে চেয়েছিলেন? কোন বিষয়ের বর্ণনা ও কথোপকথন মিশে গেছে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫
এম ডি মুসা বলেছেন: ্জ্বী নাটকের মত চেষ্টা করছি, আমি গল্প লিখতে পারি না। তাই এই উপস্থাপনাকে ঘষা মাজা দিয়ে সুন্দর করতে চেষ্টা করবো। তবে কথা গুলো আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটেছে। গাজী সাহেব।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২
সোনাগাজী বলেছেন:
আমি এখনো কোন গল্প লিখিনি; আমার জীবনে ঘটে যাওয়া অনেক স্মৃতি নিয়ে লিখেছি; গল্পের মাঝে প্লটের বিষয়কে বর্ণনাকারে লেখা হয়, ও কথোপকথন থাকলে সেটাকে তুলে ধরা হয়। আপনি কারো গল্পের ফরম্যাট দেখে লিখতে পারেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
এম ডি মুসা বলেছেন: আমি নাটক ফরমেটে শিখতে চাই , এটা স্ক্রিপ্ট ও বিক্রি করা যায়, তাই আমি কবিতা আর নাটক নিয়ে কাজ করতে চাই, আমার গল্প লেখতে অনেক বরিং লাগে। নাটক লেখার আসল কোন ফরমেট পাইলে লেখব। তবে এই ব্লগে নাটক কেউ লিখে না। আমি এই বছর কেউকে দেখি নাই।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
সোনাগাজী বলেছেন:
আপনি লাইব্রেরী থেকে কোন বিখ্যাত নাট্যকারের একটা নাটক নিয়ে পড়েন।
আপনি টেকনিক্যাল কিছু নিয়ে পড়েন, যাতে চাকুরী পেতে পারেন। কিছু পরিচিত লোকজন নিয়ে ১টি ব্যবসা গড়তে পারেন কিনা দেখেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: পড়লাম। পড়ে গেলাম।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৫
জ্যাক স্মিথ বলেছেন: ওই মহিলাকে ধরে একটা পিডানি দিতে হবে তাহলে তার জাড়িজুড়ি সব ফাঁস হবে, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এরা পরিবার, বন্ধুবান্ধব এদের মাঝে দ্বন্দ লাগিয়ে দেয়।
সাংবাদিক লাগবে কেন? আপনারা কয়েকজন মিলে ওই মহিলাকে আটকিয়ে পুলিশে দেয়ার ভয় দেখান যেন সে স্বীকার করে যে সে মিথ্যা চুরির অপবাদ দিয়েছে আপনার বন্ধুকে। অবশ্য ওই মহিলারই বা দোষ কি? দোষ তো এই গবেট জনগনের।