নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সিরাজগঞ্জ শিয়ালকোল অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ঘটনায় নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। উক্ত কলেজের রায়হান শরীফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে (আরাফাত আমিন) নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ করা হয়। অভিযোগ দাখিল করে শিক্ষার্থীর বাবা। এদিকে শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চিকিৎসক রায়হান শরীফকে আটক করা হয়। তাঁর কাছ থেকে সেভেন পয়েন্ট ফাইভ সিক্স বোরের ২টি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, ৪টি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। মামলায় শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়।শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে । রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
( গত ৫ তারিখের প্রতিবেদন কপিঃ প্রথম আলো।)
প্রথম প্রতিবেদন বলছে শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষার্থীদের ওপর ক্ষুব্ধ হন রায়হান শরীফ। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে বলছেন ‘তোমাদের কারও কি পোষা পাখি আছে? আমার পোষা পাখি আছে।’ এই বলে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থীদের বলেন, ‘এটা আমার পোষা পাখি।’ এরপর পোষা পাখিকে গুলি করেন। ঐ গুলি শিক্ষার্থী আরাফাত আমিনের ডান ঊরুতে লাগে।(প্রথম আলো প্রতিবেদন
১)একজন শিক্ষক অস্ত্র দিয়ে ছাত্রদের ভয় দেখাতে গিয়ে কী ফেঁসে গেছেন? প্রথম খবরে মনে করেছিলাম ভয় দেখাতে গিয়ে তিনি ফেঁসে গেছেন।
২)এখন মামলার পরে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে। তার অস্ত্র কি বৈধ?
৩) বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী আমার কাছে এই সরকারের সেরা মন্ত্রী।
০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৬
এম ডি মুসা বলেছেন: একজন শিক্ষক এর বোঝা উচিত ছিল এটা একটা প্রতিষ্ঠান।
২| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০২
মোগল সম্রাট বলেছেন:
উনি শিক্ষক না মর্গের ডোম ? ভালো করে খোজ নেম মুসা ভাই।
০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১২
এম ডি মুসা বলেছেন: তদন্তে কি আসে খবর পাবো তো একটা কিছু - একজন শিক্ষক এর এইসব আচরণ বড় ব্যাথা দেয়
৩| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১২
Snowflake বলেছেন: ছাত্র-ছাত্রীরা তো বিষয়টি নিয়ে জানতেন।কেন আগে প্রতিবাদ হয়নি? একটা নির্মম হত্যাকাণ্ডের পর কেন সব সামনে এল?
০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:১৪
এম ডি মুসা বলেছেন: মারা যায়নি, পাখি মারতে গেল এবং সেই গুলি পায় লেগেছে। ছাত্র-ছাত্রীর ভয় দেখাতে গেছে আমার কাছে আনুমানিক মনে হয়
৪| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:২৩
শূন্য সারমর্ম বলেছেন:
উনি এসব পিস্তল,গুলি দিয়ে কি করতো?
০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৪১
এম ডি মুসা বলেছেন: আমারো সেম প্রশ্ন...
৫| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯
এম ডি মুসা বলেছেন: সমকাল বলছে ছাত্র জীবন ক্যাডার শিক্ষক হয়ে ও যায়নি অস্ত্র নেশা
৬| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় মাস্টাদের হাতে বেত ছিল।
তারা পিটাইতো।
এখন যুগ পাল্টেছে।
তাই তাদের হাতে এখন বন্দুক, পিস্তল এসেছে।
এখন তারা গুলি করবে।
এটা খারাপ না।
০৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
এম ডি মুসা বলেছেন: হাহা এটা কোন কথা।
৭| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে কি ভুল করে গুলি বের হয়ে গিয়েছে?
০৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
এম ডি মুসা বলেছেন: আমার মনে হয় এমনটাই
৮| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০০
Snowflake বলেছেন: বর্তমানে শিক্ষক রা কি তবে পাখি মারতে কলেজে আসে?
০৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
এম ডি মুসা বলেছেন: ঐ লোক ভালো বলতে পারে?
৯| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় এই লোক মানসিক অসুস্থ।
ব্যাকগ্রাউন্ড তাই বলে। এই লোকের পিতা একজন উচ্চপদস্থ সরকারি আমলা। এই আমলা তার হাবা পুত্রকে ক্ষমতার অপব্যাবহার করে মেডিকেল কলেজে ঢুকায়, বিসিএস পাসওকরে পিতার প্রভাবে। বাপে জানতো এই পোলা ডাক্তারি করে খেতে পারবেনা কোথাও, তাই বিসিএস পাস করিয়ে ঢুকায় টিচার হিসেবে। এসবের শক্ত তদন্ত সবচেয়ে আগে হওয়া দরকার।
সে বহু দিন জাবত বিভিন্ন সময় পিস্তল উচিয়ে ভয় দেখিয়ে গেছে, কিন্তু কেউ কিছু বলেনি, কারন জানতো এই লোক প্রদর্শনকামী মানসিক অসুস্থ।
০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৩
এম ডি মুসা বলেছেন: হয়তো। যুক্তি সংগত কথা।
১০| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩২
আঁধারের যুবরাজ বলেছেন: @হাসান কালবৈশাখী বলেছেন:সে বহু দিন জাবত বিভিন্ন সময় পিস্তল উচিয়ে ভয় দেখিয়ে গেছে, কিন্তু কেউ কিছু বলেনি, কারন জানতো এই লোক প্রদর্শনকামী মানসিক অসুস্থ।
- কবে থেকে সে মানসিকভাবে অসুস্থ ? আপনার এই বক্তব্যের সূত্র কি ? অবশ্য ছাত্রলীগের যে কোনো ধরণের অপরাধী বের হলে ,তারা পরবর্তীতে ছুপা বিএনপি বা জামাত ,আর না হলে অসহায় মানসিক রুগী। রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন তিনি।
১১| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: হায় কপাল।
০৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
এম ডি মুসা বলেছেন: কিছু বলার নেই এই অবস্থার জন্য।
১২| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: ভয়ানক আজব খবর । পিস্তল দিয়ে মেরেছে এরপর মিসাইল কাঁধে নিয়ে ক্লাসে ঢুকবে ।
০৬ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
এম ডি মুসা বলেছেন: হাহা আজিজ সাহেব।
১৩| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০২
আহলান বলেছেন: অবক্ষয় কাহাতক গিয়াছে .. তাহার ন্যুনতম উদাহরণ ...