নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
ঈশ্বর কেন খবর রাখেনা পৃথিবীর বুকে বহুদিন ধরে
জুলুমের কাছে হাউমাউ কেঁদে ওঠেছে যখন সৃষ্টি,
নিরাপদ হীন নির্ঘুম রাত কেটে যায় মানব দুয়ারে
তবু কেন নেই পৃথিবীর বুকে সহনীয় কোন দৃষ্টি।
নেই দুশমন নেই জঞ্জাল আর ঘনঘটা, ঈশ্বরে নেই
ঈশ্বর শুধু নিরাপদ হয়ে আসমানে বসে আছে,
এক ঈশ্বর সর্ব শক্তি আয়াতন জুড়ে আমরা মেনেছি
পৃথিবীর বুকে হানাহানি দেখে ঈশ্বরে কি ভাবছে?
ঈশ্বর শুধু নিরাপদ আছে সৃষ্টি কেবল আপদে বিপদে
এইসব দেখে মন খারাপ কি? হয় ঈশ্বরে
সৃষ্টিকে তিনি নির্ঘুম রেখে কিভাবেই ভালো থাকে?
কেমন আছেন? হ্যালো ঈশ্বর।
(কবিতার ছন্দ মাত্রাবৃত্ত ৬+... শেষে অপূর্ণ পর্ব একটি মধ্যখন্ডন)।
১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫০
এম ডি মুসা বলেছেন: ঈশ্বরের কাছে বিচার চাই। ছাগল মুক্ত বাগান চাই।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: ঈশ্বর ভালো নেই।
প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে ঈশ্বরের ভালো থাকার কথা নয়।