নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বৈচিত্র্যময় চরিত্রর জগৎ

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৫৫



নিজের গায়ে ছেঁচড়া গন্ধ পরকে বলে গোসল কর,
ঐসব কিছু নয়রে মানুষ ওইসব ওদের পাগলা জ্বর।
রাতে ভুগে দিনে ভুগে সমাজ কাঁপায় থরথর,
ওইসব কিছু নয়রে মানুষ এসব ওদের আগলা জ্বর।

সব বান্দরে সংঘবদ্ধ শক্তি দেখায় লাফে,
ওইসব কিছু নয়রে মানুষ আগলা টায় যে চাপে।
নতুন ছাগীর বাচ্চা হলে তিড়িং বিড়িং লাফাচ্ছে
এমন কিছু মানুষ আছে জলঘোলাতে কাঁপাচ্ছে।
নিজের ভুলের চোরাবালি ঘুমায় বালিশ কাঁথাতে
পরের চিন্তায় ঘুম আসেনা সমস্যা তার মাথাতে।


কথার ভিতর কথা ধরে অর্থ হীনের কথা দেয়,
যেমন কুকুর মুগুর হলে লেজ গুটিয়ে হচ্ছে হেয়।
সমাজ থেকে উঠে আসা জঙ্গল গুলো সংঘ হয়,
কথাবার্তা আচরণে নীতিমালা ভঙ্গ হয়।

আচরণে, নিজ পরিচয় ফুটিয়ে তুলে সমাজে,
মাথামোটার এই সমাজে ঢোল তবলাতে সে সাজে।
বানর পাবেন পশু পাবেন পাবেন হিংস্র রেখা,
এই সমাজে অনেক রকম মানুষ পাবেন দেখা।

চোরে হচ্ছে চোরের বন্ধু ভালোর হচ্ছে ভালো,
সময় হলে চরিত্র কী! ফুটায় বর্ণের আলো।
চাটুকারির বন্ধু হচ্ছে চাটুকারির পক্ষে,
ভদ্র লোকে চুপে চাপে এগিয়ে যাচ্ছে লক্ষ্যে।

একটা ইঁদুর যথেষ্ট ওই একটি ক্ষেতের নষ্টে,
তবুও যে মানতে হবে যদি লাগে কষ্টে।
এইসব দেখে কারো এমন মন খারাপের কিছু নেই
আভিজাত্য আচরণে দেখবেন নিজে খাচ্ছে খেই।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বেশ সাবলীলভাবে দারুণ একটা বিষয় ফুটিয়ে তুলেছেন৷ মানুষ নিজের ভুল দেখতে চায় না, অথচ অন্য মানুষের ভুল ত্রুটি নিয়ে কত চর্চা। সবার আগে তো আমাদের নিজের পরিবর্তন, পরিমার্জন দরকার।

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪০

এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন রিয়াদ ভাই। আমি অন্যের সমালোচনা করি না। মানুষ প্রকৃতভাবে জ্ঞানী তবে বর্তমানে গুগলের সার্চ মানুষ নিজের ভুল সমাধান করতে পারে। বা পথ খুঁজে পায়। মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না তারাই অন্যের সমালোচনা করে। হাদিসে আছে মানুষের ভিতরে ঐ ব্যক্তি উত্তম যে নিজের সমালোচনা করতে পারে।

২| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




সবার ওপর মানুষ সত্য তাহার উপরে নাই।

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৭

এম ডি মুসা বলেছেন: একদম ঠিক বলেছেন।

৩| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৬

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে ধন্যবাদ আপা।

৪| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক সুন্দর হয়েছে লেখা। একেবারে যেন সমাজের আয়না তুলে ধরেছো ভাইয়া।

১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৮

এম ডি মুসা বলেছেন: ঠিক আছে আমার শ্রদ্ধেয় আপু।

৫| ১২ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৬

সোনাগাজী বলেছেন:



১ম লাইনের ১টি শব্দ কবিতার সাথে যায় না।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৯

এম ডি মুসা বলেছেন: পরিবর্তন করে নিয়েছি। শব্দটি যায় কবিতায়। কিন্তু আপনার একান্ত আপত্তিতে চেন্জ করা হলো।

৬| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১২ ই মার্চ, ২০২৪ রাত ৮:১২

এম ডি মুসা বলেছেন: দৈনন্দিন ঘটে যাওয়া ঘটনার গুলো কবিতা। কার আচরণ গুলো কখন কবিতা হয়ে যায় জানি না। আমার সাথে সকল বন্য প্রাণী গুলো যদি বন থেকে এসে আচরণ করতে অনেক গুলো কবিতা লিখতে পারতাম ‌ । একদিনের আচরণে কবিতা হয়না, আচরণ দিন দিন মজবুত হয় তখন কবিতা হয়ে উঠে। আমি কোন কবি নয় ছন্দ আমার জানা আছে। ১০০% কবিতা না হলেও ৮০% আমার কবিতা হয় বলে আমি বিশ্বাস করি।

৭| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫

পুরানমানব বলেছেন: আপনার ভাষাগত আর ভাবগত দক্ষতা নাবালকদের মতো। বিশ্রী লাগিল অকবিতাখানি।

১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৭

এম ডি মুসা বলেছেন: অবশ্য মন্দ লোকের উপর এটা অভিশাপ মূলক কবিতা।

১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:২৮

এম ডি মুসা বলেছেন: লাগতেই পারে খারাপ - সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

৮| ১৪ ই মার্চ, ২০২৪ সকাল ৮:৩০

এম ডি মুসা বলেছেন: নতুন নতুন ব্লগার সবাই কি এক নাকি? একি লোক একাধিক আইডি করে তার স্বভাব তুলে ধরে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.