নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জানে জ্ঞানী গুণী তার কাছে শেখার আছে। মাথামোটার কাছে আমার কিছু শেখার নাই। আচরণে তার বংশের এবং ব্যক্তিক আভিজাত্য প্রকাশ পায়।সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

কেউ সুখী নয়

২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:০০

বৈচিত্র্য জগৎ সংসারে/ কেউ হাসে কেউ কাঁদে,
ক্লান্ত জীবনের কাছে/এই সুখ কতদূর?
অর্থের খোরাকে বুঝি/ সুখ থাকে দূরে সরে
পর্যাপ্ত অর্থে দেখেছি / সুখ থাকে না অদূর।

পৃথিবীর কোনো খানে/ কেউ সুখী নয় বরং
সব মানুষের কোনো/ এক দুঃখ লেগে আছে,
এমন মানুষ নেই/ দুঃখ ছাড়া বাঁচে হায়!
খুঁজে দ্যাখো পৃথিবীর/ মানুষের পরিবেশে।


ভালো থাকার ভঙ্গিতে/ ভালো থাকা হয়ে যায়,
সুখের আশায় বসে/ অসুখের বাসা বেঁধে,
জনমের ধ্যান চেষ্টা/ আপসহীন লড়াই
জীবন যুদ্ধের কাছে / চলেছি পার্থক্য ভেদে।


এমন কোনো মানুষ/ পৃথিবীর বুকে আছে?
যার কোনো দুঃখ নেই/ সুখের অসুখে পরে,
সুখের আশায় থেকে/ অসুখের ব্যথা নিয়ে
সমকালে ভালো থাকা/ ভুলে যাওয়া বোকামি

উক্ত কবিতা= অক্ষরবৃত্তের ৎ এর মাত্রা নাই। উক্ত কবিতা ৮+৮ করে লেখা।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: হু সুন্দর
সুখ মনে করলেই সুখ
দুঃখ মনে করলেই দুঃখ

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৮

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ কবি সাহেব।

২| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: পুরো কবিতার সাথে ৬ নাম্বার লাইনটার শব্দচয়ন কেমন যেন লাগলো। একটু আগ পিছ করে শব্দগুলো, লাইনটা নিয়ে ভাববেন

বাদ বাকি সুন্দর।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৭

এম ডি মুসা বলেছেন: এইবার দেখেন আগের চেয়ে পাঠ উপযোগী হয়েছে নাকি?

৩| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: হুমমমম!! এই গনটি কোনদিন পুরোনো হবে না।



২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫

এম ডি মুসা বলেছেন: আহা কি গান, এত ভালো লাগার গানটা আরেক বার শোনা হয়ে গেলো

৪| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৭

এম ডি মুসা বলেছেন: ছবি আপা, আসলেই কেউ সুখী কি না জানি না, আসলেই কেউ সুখী নয় মনে হয়।

৫| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৭

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর!

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৫৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ কবি।

৬| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এবার আগের চেয়ে ভালো লাগছে। পড়তে গিয়ে আরাম লাগছে৷

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ, পাঠক ও জানে কবিতার মাধুর্য তবে আপনি ও এক সময় কবিতা লিখছেন। তবুও আপনি আরেক বার চেষ্টা করেও দেখিয়েন খারাপ হবে না। আমার ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আরো পাঠ উপযোগী লেখা প্রকাশ করার চেষ্টা থাকবে। মানুষ মানুষকে ভুল নিজের চোখে নিজের ভুল দেখতে পায়। আমি নিজে ও একজন পাঠক তাই আমার ভুল আমি দেখেছি।

৭| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা পাঠ করলাম।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

এম ডি মুসা বলেছেন: নুর মানে আলো , আলো মানে আলোকিত মানুষ। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। নিন্দুকেরা পিছু লেগে আছে থাকুক। এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে দুর্বার গতিতে এগিয়ে যাক পৃথিবী এবং মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.