নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
আসুন দৈনন্দিন ঘটে যাওয়ার কথাবার্তার ওয়াজ নসিহত করি। কথা গুলো আপনার চোখের সামনে ভেসে উঠতে পারে।
(১) যার সম্মান আছে সে অন্যদের সম্মান দিয়ে কথা বলতে পারে এটাই সত্য।
(২) যার সম্মান নেই সে অন্যকে সম্মান দিতে পারে না যদিও সে সবার সামনে সম্মান দেয় এবং সুযোগ পেলেই অপমান করে বা কটুক্তি করে।
(৩) একজন সম্মানিত ব্যক্তি কখনই অন্যের সমালোচনা করেন না, একটি বিষয় পরীক্ষা না করা পর্যন্ত মুখ খোলেন না যতক্ষণ না তা সত্য না মিথ্যা প্রমাণিত হয়।
(৪) যিনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠছেন এবং হঠাৎ একটি সমৃদ্ধ জীবনযাপন করছেন; তাদের অধিকাংশই অহংকারী আচরণ প্রতিফলিত করে।
(৫) উচ্চ চিন্তার মানুষ, সত্যিকারের মানুষ সমাজের কোনো মানুষকেই ছোট করে দেখে না।
(৬) কিছু লোক আছে মুখে ভাল কথা বলে তাদের কাজে বিপরীত তাদের থেকে সতর্ক থাকুন।
(৭) মানব জগতের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সেই ব্যক্তি যার চরিত্র বোঝা কঠিন।
(৮) রক্তের বা আত্নীয় বা কাছের মানুষ বেইমানি করলে, এখানেই মানুষ সবচেয়ে বেশি আঘাত পেয়েছে ।
(৯) গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই উপলক্ষে বিরোধী চক্র, হিংসাত্মক চক্র এবং দুর্বৃত্তরা একত্রিত হয় এবং ভুল তথ্য ছড়িয়ে আনন্দ পায়। এইভাবে চলছে কিছু মুখোশ পড়া সমাজ।
(১০) বুদ্ধি, বিবেক, আত্মসংযম প্রতিটি সু নাগরিকের থাকা কর্তব্য।
(১১) মানুষ ভুল করে কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত। তবে সহজে কোনো মানুষ ভুল স্বীকার করে না।
(১২) যেমন কুকুর তেমন মুগুর না থাকলে মন্দ সমাজে টিকে থাকা কঠিন।
(১৩) যে একবার ঠকে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা কঠিন।
(১৪) মানুষের মধ্যে অনেক ধরনের মানুষ আছে মানুষের আচরণের বৈচিত্র্য বোঝা কঠিন।
(১৫) মানুষ তার নিজের ভুল দেখতে পায় না। অন্যের ভুল ধরা নীচ মানুষের অভ্যাস।
(১৬) ধর্মের কল বাতাসে নড়ে, মোল্লারা পরকাল সম্পর্কে জানাতে চায় এবং অন্যদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে চায়, কিন্তু তারা যে মরবে সে কথা বলতে চায় না, তারা সহজে মরতে চায় না। .
(১৭) বর্তমানে মোল্লা মৌলবী কি গায়েবী খবর জানেন? কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার কোন নিশ্চয়তা আছে। আল্লাহ তার ইবাদত কবুল করছেন তার কোন নিশ্চয়তা কোথায়? একজন মোল্লা নিজেকে ফেরেশতার সমতুল্য মনে করে তবে সে বক ধার্মিক।
(১৮) একজন পুরুষ খারাপ করছে তাই বলে সকল পুরুষ জাতি খারাপ হতে পারে না। একজন নারী খারাপ করছে তাই বলে সকল নারী জাতি খারাপ হতে পারে না। মানুষ মাত্রই ভিন্ন চরিত্রের অস্তিত্ব।
১| ২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৯
এম ডি মুসা বলেছেন: মন্তব্য ঘর বন্ধ থাকবে।