নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
স্বাধীনতা কেনো অশ্রুসিক্ত দুঃখ তোমার জনসম্মুখে অসহায় হয়ে আছো?
স্বাধীনতা কেনো জনসম্মুখে বেদনায় নীল মুক্ত করতে লুকোচুরি হয়ে আসো।
স্বাধীনতা তুমি দুর্নীতি মুখে! এত কেন ভয়? তোমার শরীর থরথর কেঁপে উঠে।
স্বাধীনতা আজ অসহায় মুখে ধুলোবালি নিয়ে ভোগান্তি হয়ে ফোটে।
স্বাধীনতা এলো সেই সংগ্রামে রক্ত ত্যাগের শহীদের তাজা প্রাণে,
স্বাধীনতা কেনো চাটুকারিতার লেলিহান হবে ?ভেল্কি বাজির গানে?
স্বাধীনতা তুমি বেহাল দ্যাখোনা বাজার মূল্যে গরিবের বলিদান,
স্বাধীনতা তুমি অসহায় হয়ে জনসম্মুখে দেও নাকি আনচান।
শেখ মুজিবের চোখের স্বপ্ন দুঃখীর মুখে ফুটবে দারুণ হাসি,
সেই হাসি মুখ কতটা ফোটালে এতটা বছরে স্বাধীনতা অভিলাষী।
স্বাধীনতা তুমি বৈষম্য নীতি এক এক করে কতটা করেছো দূর,
তোমার দুয়ারে অসহায় হয়ে কেঁদেছে বাঙালি কেঁদে ছিলো বহুদূর।
স্বাধীনতা তুমি শাসন বিভাগে কতটা সুফল সুষ্ঠু করেই দিলে,
এখনো দালাল চুষেছে রক্ত! দেশের ভেতরে একজোট হয়ে মিলে।
স্বাধীনতা তুমি পিতার কোমল তুমি আসবেই জায়নামাজের চাওয়া,
স্বাধীনতা তুমি জীবনের দামে লক্ষ প্রাণেই হয়েছে তোমার পাওয়া।
স্বাধীনতা কেনো ক্ষমতার কাছে গোনছে স্বার্থ ভাগ হয়ে যায় টানে,
একাত্তরেই ভাগ হয় নাই স্বাধীনতা তুমি রুদ্ধশ্বাসের যুদ্বের ময়দানে।
তোমাকে যাদের বিশ্বাস নেই ওদের দিয়েছো এই বাংলায় মুক্তি
বড় দুঃখের আফসোস লাগে স্বাধীনতা নিয়ে দেখছি বানায় যুক্তি।
২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৪৭
এম ডি মুসা বলেছেন: জ্বী
২| ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৩:২৩
স্প্যানকড বলেছেন: কামাল ভাই এর সাথে সহমত পোষণ করছি ।
২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৪৭
এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল কবি দা
৪| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৫| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বজার-দরে স্বাধীনতাকে পরিমাপ করা ঠিক নয়।
২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৭
এম ডি মুসা বলেছেন: এই দেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত- এই দেশ ধনী দেশ নয়! ভাত ডাল এর দাম এত কমিয়ে রাখা উচিত
যেহেতু গরিব কিছু না পাক দুই মুঠো ভাত সস্তায় আর ডাল হলুদ, লবণ কিনে রান্না করে খেয়ে ঘুমাতে পারে। চাল, এর দাম ১৫ টাকা করা হোক এই দেশে কিছু না হলে মানুষ ভাতের কষ্ট পাবে না, ডালের দাম ,লবণ আর তেল , হলুদ দাম একবারে সস্তা দামে বিক্রি করা যেহেতু মানুষ কিছু পাক, দুই মুঠো ভাত খেয়ে বাঁচুক ।
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৩
কামাল১৮ বলেছেন: স্বাধীনতার সুফল ভোগ করছে বিশেষ একটা শ্রেনী।জনগন হচ্ছে বঞ্চিত।