নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
জালিয়াতি দেখে চুনকালি যাই মেখে পড়াশোনা
দেশের ভেতরে সুষ্ঠু ভাবনা বিরাট দুঃখজনক,
পরীক্ষা দেয় ডিভাইজ নিয়া চাকরি বাকরি পায়
স্বাধীন দেশের এই অবস্থা হতাশ যখন-লোক।
জালিয়াতি যেনো কয়টা ধরতে পারে অসাধুতা
ধরা-ছোঁয়ার বাইরে থাকছে পাতার তলায় সাপ,
আলামতে দেখে নিয়োগ কার্য দেওয়া হয়নি বাদ
স্বাধীনতা দেশে এই অবস্থা দুঃখের অভিশাপ।
যাতায়াতে টাকা আবেদনের ফি দিতে দিতে কাবু
পড়াশোনা করে ঘুম হীন চোখে ঠকছেন নিশ্চয়,
লক্ষ লক্ষ আবেদন এর বেকার ঝুলির থলি
কত কষ্টের কেউ আর বুঝে? তামশা কেবল নয়।
প্রশ্ন ফাঁসের অভিযোগ পেয়ে থেকেছেন চুপচাপ
জালিয়াতি থেকে অধিদপ্তরে শাক দিয়া মাছ ঢাকে,
এমন একটা স্বাধীন দেশের বিরাট দুঃখজনক
একাত্তরের মুক্তিযুদ্ধে সেই অধিকার রাখে?
কোটা গোটা দিয়ে পোষ্য কোটার এই বৈষম্য
লাল সবুজের এই পতাকার বড় দুঃখজনক,
মানুষ ঠকায় বুদ্ধি করেই একটা স্বাধীন দেশে
দুঃখীর মুখে হাসি নেভাতেই পন্থ বানায় লোক।
২| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৩
সোনাগাজী বলেছেন:
আপনি হাতে করতে পারেন, এই রকম কোন কাজের উপর ট্রেনিং নেন।