নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে মূল্যায়ন নেই। এছাড়া ফেসবুক ইউটিউব, আর টিভির কাছে হকার বিলুপ্তির পথে। মানুষের কাজ ছিল অফিস বা ঘর থেকে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া।

প্রযুক্তি জীবনযাত্রা সহজ করেছে, বর্তমানে ফেসবুকে ঢুকলেই খবর শিরোনাম চলে আসে। খবরের শুরুতেই দুর্ঘটনার খবর - এমন একদিন নেই দুর্ঘটনার খবর ছাড়া কোনো খবর আছে।

বাংলাদেশ দুঃখী মানুষের দুঃখ মুছে স্বস্তির বসবাস করছেন এমন খবর দেখা যায় না। জীবন যাত্রার মান পরিবর্তন হয়েছে এমন খবর শোনা যায় না। বাংলাদেশ আমার গর্ব। ১৯৭১ সালের পরে এই দুর্ঘটনা কেন হচ্ছে? আমরা কি সভ্য জাতি হিসেবে তৈরি হতে পারি নাই।










কোনো দুর্ঘটনার খবর নেই...
এমন দিন কবে আসবে??






শায়েখ একটা ভালো কাজ করছেন, তার খবরটি স্বস্তিদায়ক

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা হতাশার।

১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৫১

এম ডি মুসা বলেছেন: দুঃখজনক।

২| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:০৪

শায়মা বলেছেন: সবচাইতে ভয়ংকর দূর্ঘটনার ভিডিও মনে হয় ছিলো ঝালকাঁঠির ট্রাক দূর্ঘটনা। দাঁড়িয়ে থাকা কার ইজি বাইকের উপরে উঠে গিয়ে ১৪ জনকে নিমিষে শেষ করে দিলো যে।

https://www.youtube.com/watch?v=Nn3x0LdajNs

আমি ভাবছিলাম এই কার ইজিবাইকের লোকজনেরা এক সেকেন্ড আগেও জানতে পায়নি তাদের জীবন এভাবে শেষ হবে। কি ভয়ংকর আর কষ্টের!

১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৩

এম ডি মুসা বলেছেন: বাংলাদেশের মানুষের না মানে ট্রাফিক। না মানে আইন। আপনি দূর দেশে আছেন ভালো আছেন।

৩| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: দেশ এখন রামরাজ্য ।

১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৩

এম ডি মুসা বলেছেন: কিছু করার নাই জনাব।

৪| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:১০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এইসব নিউজ পড়ি না। এইসব নিউজ সামনে আসবে বলে নিউজই পড়ি না ঠিক মত। আর আপনি প্রথমে চার/পাঁচ লাইন না লিখে গাদি খানেক ছবি দিয়ে ব্লগের প্রথম পাতা ভরে ফেলেছেন। দয়া করে পোষ্ট এডিট করেন, পোষ্টের শুরুতে কিছু লেখা দিন, যাতে প্রথম পাতা ছবিতে ভরে না থাকে।

১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৫

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ

৫| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৬

রানার ব্লগ বলেছেন: যে দেশের পথচারি থেকে শুরু করে ভ্যান ওয়ালা পর্যন্ত আইন মানে না সেই দেশে দুর্ঘটনা দিয়েই সকাল শুরু হয়।

১৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৪

এম ডি মুসা বলেছেন: ঠিক ভাই -

৬| ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১

নয়ন বড়ুয়া বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবো নাকো তুমি...
সম্ভবত এই গানের লাইনটি অন্য প্রসঙ্গে ব্যবহার হচ্ছে এখন...

১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩

এম ডি মুসা বলেছেন: প্রাকৃতিক দিক দিয়ে অবশ্যই বাংলাদেশ অনেক সুন্দর। কিন্তু মানুষের আচরণ দিক দিয়ে অনেক খারাপ

৭| ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: ভয়ঙ্কর দূর্ঘটনা ঘটেছে ঝালকাঠিতে, মোট ১৪ জনের মধ্যে এক পরিবারেরই মারা গেছে ৫ জন। :((

১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩১

এম ডি মুসা বলেছেন: খুব দুঃখজনক

৮| ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৭

অপু তানভীর বলেছেন: ফেসবুকে নেগেটিভ খবর দেয় এমন সকল ব্যক্তি এবং পেইজ আমি আনফলো করে রাখি । রিল কম দেখি । তাই এই টাইপের সংবাদ আমার হোমপেইজে কম আসে !

১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৬

এম ডি মুসা বলেছেন: করার তো কিছু নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.