নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

আমল

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:১৭


জনতার দাবি/ জনতার অধি/কার!
লুটপাট করে/ যদি করে ছাড়/খার,
আবার নতুন/ সংগ্রামী চেত/নার
উদ্ভব হবে /বাংলায় বার /বার।

এইভাবে কত/ জাতিকে ঠেকাবে!
রক্তের গায়ে/ জীবন হারাবে,
আর কত বার /সংগ্রাম হবে
কতদিন গেলে/ স্বাধীনতা পাবে?

লুটপাট আর/ কতকাল হয়/রানি
তাই দিয়ে চলে/ আহা রাজনীতি/ দল,
আমলে আমলে/ দমন পীড়ন /
আর কত কালে/ শেষ হবে কৌ/শল।

একটা দলের /ক্ষমতা হারালে/ ভাই
সবকিছু থেকে /দমন পীড়ন,
ঘুরে ফিরে যদি / বিপরীত আসে
প্রতিশোধ নিতে/ মনোযোগী মন।

এইভাবে আর/ কতকাল ধরে / জনতার দাবি
চলবে চলবে/ দেশের আমল,
এইসব নীতি কি গনতন্ত্র? দলীয় তন্ত্র?
কোন্দল নাকি? আমলের ফল?

গরিবের বুকে/ রক্ত চুষেছে/ কারা?
বিচার শালিশে/ টাকার ওজনে/ কর্মী,
ক্ষমতার কাছে এক দাসত্ব আনে
এই চিরচেনা দেশের নির্ধা/রণী।


মুক্তি চাই যে মুক্তি চাই যে বাংলার ঘরে
মানবতা কবে আসবেই ঘুরে হবে আশ্বাস?
মানুষে মানুষে ভাঙবে বিভেদ বাঙালির তরে
এক আকাশের নীচে হবে বসবাস।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩০

কামাল১৮ বলেছেন: মানুষের মনোজগতে পরিবর্তন না হলে এমন চলতেই থাকবে।আমাদের সকলকে মানবিক হতে হবে।অমানুষ হওয়ার প্রতিযোগিতা চলছে।পিটিয়ে লোক মেরে ফেলছে প্রকাশ্যে।তাকে আবার জাষ্টিফাই করছে একদল লোক।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৭

এম ডি মুসা বলেছেন: বাঙালি বাঙালিকে মারে। এরচেয়ে বাংলার দুঃখ কি হয়? বাঙালি বাঙালিকে নিঃস্ব করে। এরচেয়ে দুঃখ আর হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.