নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
জীবন দেওয়া মুক্তিযোদ্ধারা দলীয় সরকারের প্রভাবিত বাংলাদেশ চেয়েছিলেন? একদল ক্ষমতায় এসে দলীয় অধিকার নিশ্চিত করবে। বিরোধী দলের সকল অধিকার কে অস্বীকার করবে। রাজনীতি করার প্লাটফর্ম তৈরি করতে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? বিগত সরকারের আমলে যেমন বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়রানি স্বীকার হয়েছে। যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামীলীগ সরকার উপর দমন পীড়ন কী চলবে? যে রাজনীতি প্রতিহিংসার শিকার। যেখানে নির্দোষ মানুষকে হয়রানি করে। সে রাজনীতি স্বাধীন দেশের রাজনীতি হতে পারে না। গনতন্ত্র নামক শব্দটি একটি সাইনবোর্ড। এই সাইনবোর্ড তলে চলছে দলীয় লোকের পৃষ্ঠপোষকতা। গণতন্ত্র মানে জনগণের অধিকার তন্ত্র আর হচ্ছে না।
জনগণকে বোকা বানানো ছাড়া কিছুই নয়। গনতন্ত্র হয়ে যায় দলীয় তন্ত্র। সাধারণ মানুষ হয়ে যায় প্রজা, রাজাদের কতৃত্ব প্রতিষ্ঠা থেকে। এই রাজনীতির জন্য কী বাংলাদেশ স্বাধীন হয়েছে?? কেমন বাংলাদেশ চাই?? কে এনে দিবে সেই বাংলাদেশ??
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
এম ডি মুসা বলেছেন: আবার যদি কোন দিন আওয়ামীলীগ ক্ষমতায় আসে। শুনব এটার বিচার হতে হবে। বিএনপি নেতাকর্মী আওয়ামীলীগ হয়রানি করে। আবার আওয়ামীলীগ নেতাকর্মী কে বিএনপি হয়রানি করে। এসব আর ভালো লাগে না...
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
প্রহররাজা বলেছেন: দেশের মুদি দোকানদার থেকে শুরু করে সচিব -- প্রায় সবাই ধান্দাবাজ। যেমন জনগন তেমনই সরকার।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১১
এইচ তালুকদার বলেছেন: কে এনে দিবে সেই বাংলাদেশ?? এটাই এখন মিলিয়ন ডলার কোশ্চেন?
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৪
তানভির জুমার বলেছেন: