নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
...
এই জনতার আজ চোখ খোলা,
এই জনতার আজ কান খোলা।
হাঁটে না পিছপা কঠিন আঘাতে
প্রতিরোধ তোলে তার নিজ হাতে।
এই বাঙালি সে সংগ্রাম জানে,
কান খোলা মন আর জান খোলা
এই জাতি নয় সে আত্মভোলা।
লড়তে ও জানে সরতে ও জানে,
নির্ভিক হয়ে সে জয়কে আনে।
উঠবে যখন ছুটবে যখন
এই বাঙালিরা থামে কী তখন।
যুগ যুগ ধরে এই জনতার ঢল,
দাবিদাওয়াতে থাকে অবিচল।।
কবিতা নং ০২
চিনিনা আমি দলীয় ,হতে চাইনা বলীয়।
কতবার দেব রক্ত? তোমরা কোথায় শক্ত।
তোমার হাতেই চাবি, মানতে হবেই দাবি।
ভুলেই গেলা আমাকে নিজের চিন্তার ফাঁকে।
এটা কি দেশের চিত্র? এগিয়ে আসরে মিত্র।
#৩৫_আন্দোলন#ছাত্র_আন্দোলন।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১২
প্রহররাজা বলেছেন: ঊতসবের মতো ছেলেদের মা য়ের সামনে পিটিয়ে মারতেও পারে।