নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

বাঙালির আত্মশুদ্ধি

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯


যে রাজনীতিতে দমন পীড়ন চলে,
আমাকে পাবে না কভুও এমন দলে।
যেখানে রোপিত হয় হিংসার বীজ,
নিজ উদ্যোগে ফিরে আসি সেই নিজ।

যেখানে সত্য হানাহানি ঠাঁই ধরে,
সেখানে বলেন কিভাবে থাকব পরে।
যেখানে সত্য জালেমেই পায় ঠাঁই
ওইখানে আর আমাকে পাবে না তাই।

যেখানে দলীয় প্রভাবে দেশটা কাঁপে,
দলীয় লোকের আয়নায় ছবি ছাপে
বিরোধী দলের দমন পীড়ন চলে,
সেখানে কেবল নিন্দার ক্ষোভ গলে।

হয়েছে যুদ্ধ মুক্তির দাবিতে দেশ,
লাখো বাঙালির জীবন হয়েছে শেষ।
বাঙালি বাঙালি ঐক্য জাতিতে গুণ,
নিজেরা নিজেরা করবে কেনোই খুন।


হায়নার ক্ষুধা বাঙালির হয় নারে,
বাঙালি মায়ের মমতা স্নেহের ধারে।
নোংরা চিন্তা দূষিত বিবেক বুদ্ধি ,
দরকার আজ কেবল আত্মশুদ্ধি।



-মুসা

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

এম ডি মুসা বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আপনাকে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.