নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
কেউ কারো ধর্ম নিয়ে কথা বলতে পারবেন না। ভিন্ন ধর্ম নিয়ে কটুক্তি করা যাবে না। নিজের ধর্ম নিজে সঠিক সুন্দর ভাবে পালন করবেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যার যার ধর্ম তার তার, মানবতা সবার। ভিন্ন ধর্মের নিয়ে আলোচনা সমালোচনা বা কথা বললেই গ্রেফতার হবেন। তাহলে ইহুদি কর্তৃক মুসলিম নির্যাতন। মুসলিম কর্তৃক হিন্দু নির্যাতন। হিন্দু কর্তৃক মুসলিম নির্যাতন বন্ধ হয়ে যেত। পৃথিবী একটা শান্তিপূর্ণ বাসযোগ্য হতে। ইসলাম ধর্মের ভিতরে গরু খাওয়া হিন্দু সম্প্রদায় পছন্দ করেন না। গরু খাওয়া ফরজ নয়। মুসলমান ফরজ ইবাদত ঠিক মত পালনের খবর নেই। গরু খাওয়া ভুল করেন না। ফরজ ইবাদত কে হালকা করে দেখে ভুলে গেছেন। গরু খাওয়া কে ইসলামের বড় পরিচয় দিয়ে গুরু খাচ্ছেন। বিশ্বের বুকে ধর্ম বিভক্তি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
২| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
ধর্ম জ্ঞানী ও মুর্খদের সাথে ভিন্ন আচরণ করে।আপনার সাথে কেমন আচরণ করছে?
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:০১
আহরণ বলেছেন: সবার আগে মাইকে উচ্চ শব্দে কান ঝালাপালা আজান বন্ধ করতে হবে। আজান শুনতে চাইলে কানে হেড লাগিয়ে শুনুন। গরুর মাংস প্রকাশ্য বিক্রি বন্ধ করেন। রাস্তা বন্ধ করে জুম্মার নামাজ হবে না। সারা রাত ১০০ মাইক লাগিয়ে ইসলামি জলসা চলবে না..... ইত্যাদি। তাহলে আপনার সাথে একমত, @ ভাইয়া?
কিন্তু সংখ্যাগরিষ্টের দোহাই দিলে : বাংলাদেশে সারাদিন আজান চলবে, ভারতে গরু খেলে পিটানি চলবে, মসজিদের মাইক বন্ধ করে দেয়া হবে। জেরুজালেমে আকসা মসজিদে নামাজ পড়তে গেলে ইহুদি সৈন্যদের ঠ্যাঙ্গানি চলমান থাকবে।
বুঝাতে পেরেছি, ভাইয়া????
৪| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ ভোর ৬:০৮
কামাল১৮ বলেছেন: ধর্ম ব্যক্তিগত পালনের বিষয়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৩
নতুন বলেছেন: আহরণ বলেছেন: সবার আগে মাইকে উচ্চ শব্দে কান ঝালাপালা আজান বন্ধ করতে হবে। আজান শুনতে চাইলে কানে হেড লাগিয়ে শুনুন। গরুর মাংস প্রকাশ্য বিক্রি বন্ধ করেন। রাস্তা বন্ধ করে জুম্মার নামাজ হবে না। সারা রাত ১০০ মাইক লাগিয়ে ইসলামি জলসা চলবে না..... ইত্যাদি। তাহলে আপনার সাথে একমত।
মানুষ সংখ্যাগরিস্ট হলেই তাদের পছন্দকে সবার উপরে চাপিয়ে দিতে চায়, আর সমস্যাটা সেখান থেকেই শুরু হয়।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:২৯
সৈয়দ কুতুব বলেছেন: বেসিক কথা সব ধর্মের সেইম। চুরি না করা , হারাম না খাওয়া, মিথ্যা না বলা, অন্যের ক্ষতি না করা এবং মানুষের ক্ষতির কারণ না হওয়া। এসবে মানুষের মনোযোগ কম।