নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

থানা কেন কসাইখানা?

০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১

বাংলাদেশের থানাগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র অনুভূতি কাজ করে। কারো জন্য এটি ন্যায়বিচারের আশ্রয়স্থল, আবার কারো জন্য নির্যাতনের স্থান। দেশের থানাগুলোর কার্যক্রম আরও স্বচ্ছ, জনবান্ধব এবং জবাবদিহিমূলক করার লক্ষ্যে নিচের প্রস্তাবনাগুলো দেওয়া যেতে পারে:
থানা হবে কেন? কসাইখানা!!

১. থানা রাজনীতি মুক্তকরণ:
থানার কার্যক্রম থেকে রাজনৈতিক প্রভাব সম্পূর্ণরূপে দূর করতে হবে, যাতে সব নাগরিক ন্যায়বিচার পেতে সমান সুযোগ পায়।

২. মামলার সঠিক তদন্তে সাংবাদিকদের ভূমিকা:
যে কোনো মামলা দায়েরের পর তার তদন্ত সঠিকভাবে হচ্ছে কি না, তা যাচাই-বাছাইয়ের জন্য সাংবাদিকদের বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৩. পুলিশ ও গোয়েন্দা সংস্থার পৃথকীকরণ:
মামলার তদন্তে এমন গোয়েন্দা সংস্থার লোকদের সম্পৃক্ত করা উচিত, যাদের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট পুলিশের কোনো যোগাযোগ থাকবে না। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

৪. মিথ্যা মামলা রোধে কঠোর ব্যবস্থা:
তদন্তে মিথ্যা মামলা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট পুলিশ সদস্য যদি অভিযুক্তকে সাহায্য করে থাকে, তাহলে তাকে চাকরি থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে।

৫. পুলিশের বেতন-ভাতা বৃদ্ধি:
পুলিশ সদস্যদের আর্থিক সুবিধা বৃদ্ধি করতে হবে, যাতে তারা ঘুষ গ্রহণ বা অনৈতিক অর্থলাভের চেষ্টা থেকে বিরত থাকে।

৬. নিরপরাধ ব্যক্তিদের হয়রানি রোধ:
নিরপরাধ ব্যক্তিদের হয়রানি মুক্ত একটি দেশ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

৭. মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণ:
দেশে প্রাকৃতিক দুর্যোগে মানুষ যেভাবে লড়াই করে বেঁচে থাকে, সেভাবেই হিংস্র মানুষের হাত থেকে রক্ষা পেতে কার্যকর আইন প্রয়োগ করতে হবে।

৮. জনসাধারণের নিরাপত্তা:
জনমানুষের জীবনের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্ব আরও জোরদার করতে হবে।

এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে থানাগুলো সত্যিকার অর্থে জনগণের আশ্রয়স্থলে পরিণত হবে এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪

এইচ এন নার্গিস বলেছেন: থানার পরিবেশ ভালো হোক । থানা পুলিশের প্রতি শ্রদ্ধা বাড়ুক । ভালো দেশের ভালো থানা । এটাই কামনা।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০৪

কামাল১৮ বলেছেন: জনগনের চেতনার মান থানাগুলিতে প্রতিফলিত।থানার লোকজন আকাশ থেকে আসেনাই।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৯

জুল ভার্ন বলেছেন: "স্বামী কেন আসামি"- নামে একটা সিনেমার পোস্টার দেখেছিলাম।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে আমাকে কখনও থানায় যেতে হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.