![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
সময়ের সাথে ধূলিসাৎ হয়
মুক্তির যত ঋণ,
মুছে যায় যত শহীদি রক্ত
হয়ে যায় যে বিলীন।
সেদিনের কাছে লড়াই কেমন,
সেই কথা তারা জানে,
কত সংঘাত, কত প্রাণহানি—
দুই চোখে জল আনে।
নতুনের কাছে অবহেলা হয়,
ছাই হয়ে যায় ঋণ,
এমন নজির দেখতে হবে কি
বাংলায় কোনো দিন?
আর কতকাল রক্তজোয়ারে
ভেসে যাবে এই দেশ,
রাজনীতির নামে খুনোখুনি ভাই
কবে হবে তার শেষ?
রাজনীতি যদি প্রতিহিংসাতে
খুনাখুনি রাখে ব্যস্ত,
নিষিদ্ধ চাই রাজনীতি সব
মানবতা হোক ন্যস্ত।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর ভালো লাগলো
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
এ পথের পথিক বলেছেন: সুন্দর ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৩
মেঘনা বলেছেন: রাজনীতির প্রতি এই ব্রিতৃস্না, এটাও এক ধরনের রাজনীতি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৬
এম ডি মুসা বলেছেন: গাঁধা ময়লা দি২য়ে পানি খায়, সেটা মানুষও একি ভাবে পানি খায় এটা বলা সুন্দর কি<
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর