নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

ছাত্র সংগ্রাম

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২



একটি গোষ্ঠী উচ্ছেদ হলো
কত খুশি হলাম!
আরেক গোষ্ঠী দাঁড়িয়ে গেল,
করে সারি কলাম।

আগের মতো যদি থাকে
আগের মতো করে,
অবিচারের মেঘের ছায়া
যদি মাথায় পড়ে।

কেমন করে স্বাধীন হলাম,
কেমনে পেলাম মুক্তি?
জবরদখল করতে আজও
গড়ে নিজের যুক্তি।

কেউ বলেছে ছত্রিশ দিন,
জুলাই হিসাব গোনো?
আজ আটাত্তর বছর ধরে
সংগ্রামের ডাক শোনো।

কত জীবন হারিয়ে গেছে
ন্যায্য দাবির মুখে,
দমিয়ে রাখা যাবে না আর
কাল যুগের সম্মুখে।


১৯৪৭ থেকে ২০২৫ এ ৭৮ বছর ছাত্র সংগ্রাম করে অধিকার পেতে সফল হয় ‍কিন্তুু সুফল পায়নি

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: সবার মধ্যে নানা বিষয়ে হতাশা দেখা যাচ্ছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৯

এম ডি মুসা বলেছেন: সত্য ঠাঁই পাক,, যেমন বাংলাদেশ মানুষ চায় তেমন বাংলাদেশ হোক। রাজনীতিবিদের লোভ লালসার বাংলাদেশ চাইনা

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ একটা কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬

এম ডি মুসা বলেছেন: আমাদের সংগ্রাম চলবেই চলবে।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: পরম্পরা....

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.