নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানী লোকের কাছে প্রতিনিয়ত শিখছি। অজ্ঞের থেকে শেখার কিছু নেই। সম্মান যতটুকু দিবেন ততটুকু ফেরত পাবেন।

এম ডি মুসা

আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।

এম ডি মুসা › বিস্তারিত পোস্টঃ

মানুষ নামে এক অব্যক্ত প্রশ্ন

৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:১৩


রাস্তায় পড়ে থাকা শিশুটার চোখে
আমি আমার ভেতরের অন্ধকার দেখি।
ভাঙা চেয়ারের মতো সমাজ—
যার তিনটে পা নেই,
একটা পায় দাঁড়িয়ে আছে পাথরের উপর,
বাকি দুটো বাতাসে দুলছে।

বুকের ভেতর গুমোট হইহই করে ওঠে,
মানবতা কি শুধু বক্তৃতার শব্দ?
স্লোগানে, প্ল্যাকার্ডে, ক্যামেরায় বন্দি?
নাকি সিগন্যালের লাল আলোয় দাঁড়িয়ে থাকা
এক বৃদ্ধার পানের অভাব?

মানুষ আমরা—
আঙুল উঁচিয়ে বলি, "দোষ ওদের!"
কিন্তু আয়নায় তাকালেই দেখি
আমরা সবাই সেই “ওদের” এক একটা খণ্ডচিত্র।

মানবতা একদিন হাঁটছিল—
নগ্ন পায়ে,
কেউ তার দিকে তাকায়নি,
তার কণ্ঠ ফাটল—
কিন্তু চারপাশে তখন
ট্রেনের শব্দ, চেম্বারের শব্দ,
এবং টাকার কড়কড়।

মানুষের মুখে এখনো হাসি আছে,
কিন্তু চোখে?
শুধু ক্লান্তি আর ক্যামেরার ভয়।

মানবতা যদি ফিরে আসে একদিন,
তার চোখে কি থাকবে জল?
না— আগুন?


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ রাত ১১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।

২| ০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.