| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম ডি মুসা
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
পল্লীর শীত এই দেশের আসল মুখ
শীত নামলে পুরো গ্রামটা দাঁড়ায়
স্নিগ্ধ অথচ অটল এক সত্যের মতো।
কুয়াশা নয় মাটির শ্বাসই যেন
ভোরবেলায় আকাশে উঠে আসে ধোঁয়ার মতো।
সরিষার মাঠ এক সোনালি শপথ
রোদে ঝলসে ওঠে দীপ্ত প্রতিজ্ঞা
প্রতিটি ফুল যেন সাক্ষ্য দেয়
এই দেশ ক্ষুধার কাছে কখনো হার মানে না।
ধানের শীষ মাথা নত করে দাঁড়ায়
নীরব শ্রমিকের প্রার্থনার ভঙ্গিতে
মাঠ জুড়ে ছড়ানো সবুজ স্বপ্ন
রক্ত ও ঘামে লেখা ভবিষ্যতের কাগজে।
খেজুর রসের মিঠে স্বাদ
শীতের হাওয়ায় ইতিহাস হয়ে ভাসে
পল্লীজীবন এখানে শুধু সৌন্দর্য নয়
এটাই দেশের মেরুদণ্ড আর মাটির বিশ্বাস।
ফুল ফসল ঘাম আর আলো
সব মিলিয়ে এক অবিচল মানচিত্র
এই গ্রামই আমার দেশ
এই মাটিই আমার শেষ আশ্রয়।
জেগেছে পল্লী আমার আমাদের মুখোমুখি
শীতের হাওয়ার ঢাল অটল সত্যের মতো,
কুয়াশা তো নয় দেয়ালে মাটিতে নিশ্বাস ওড়ে
ভোরের ধোঁয়ায় যেন আমার স্বপ্ন লেখেন।
সরিষার মাঠ কয় সোনালি রঙের দীপ্তি
রোদে ঝলমল খুঁজে নেয় আজ মুক্ত ডানা
ফুলেরাও যেন সাক্ষ্য দিয়েছে মাটির টান
এ দেশ কভু ক্ষুধার কাছে হার মানে নাকো
ধানের শীষেরা হাসে উৎফুল্ল ভরা যৌবনে।
শ্রমিকের হাতে গড়ে ওঠে এই দেশ ভাই
সুনীল আকাশ পাশে সবুজে ঘেরা বাগান
ঘামে ভেজা হাত থেকে কথা বলে পৃথিবীর
শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এই সৃষ্টির উদ্যানে আছি।
খেজুরের রস ঘ্রাণে নেশাতুর মনস্তাত্ত্ব প্রেমে
পল্লীর বুকেই খুঁজে এ জীবনের আহ্লাদ
বাংলাদেশের নিশানে বাঙালির অধিকার
পল্লীর সৃষ্টির রঙ উড়েছে হৃদয়ে যেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধানের শীষ মাথা নত করে দাঁড়ায়
নীরব শ্রমিকের প্রার্থনার ভঙ্গিতে
মাঠ জুড়ে ছড়ানো সবুজ স্বপ্ন
............................................................
গ্রামবাংলায় এটাই আমাদের চিরচেনা রুপ
সাধারন কৃষক এত মারপ্যাঁচ বুঝেনা
আমাদের রাজনীতিবিদরা তাদের এই শান্তিটুকু কেড়ে নিয়েছে
এই অন্যায়ের সাজা তাদের পেতে হবে এবং পাচ্ছে ।