নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবি এখানেই নিরব

আমি একজন.।.।।"হতে চাই" হতে চাই, হাওয়ার মত দুরন্ত হতে চাই, আলোর মত সচ্ছ হতে চাই, পানির মত কমল হতে চাই, আকাশের মত বিশাল হতে চাই, পাহাড়ের মত দৃঢ় হতে চাই, সাগবের মত গভীর।। ........................কবি এখানেই নিরব।

কবি এখানেই নিরব

আমি একজন.।.।।।

কবি এখানেই নিরব › বিস্তারিত পোস্টঃ

আমি আজ কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

আমি, পিচঢালা চৌরাস্তায় রক্তমাখা বুটের দাগ।

আমি, টর্চারসেলের নয়মাস ধরে ধর্ষণ করা,

সতের বছরের মেয়েটির গগন ফাটানো আর্তনাদ।

আমি, ওই সাত মাসের অন্তসত্তা ধর্ষিতার

শেষবার "মা" বলে কেঁদে ওঠা।

... আমি, নদীর পাড়ে পরে থাকা

ছাব্বিশ বছর বয়সের টগবগে সবুজ যুবকের লাশ।

আমি, সেন বাড়ির ওই হিন্দু ছেলেটির

উপড়ে ফেলা লিঙ্গের রক্তস্রোত।

আমি, ছেলেহারা মায়েদের আহাজারি।

আমি গেরিলার কেটে ফেলা আঙ্গুল।

আমি, হুমায়ূন আহমেদের ১৯৭১ উপন্যাসের "শফিক" অথবা "আজিজ মাস্টার"।

আমি, একাত্তরের কৈবর্ত।

আমি, লাল রক্তে চকচক করা বেয়নেট।

আমি, একাত্তরের লাশখেক কুকুরের লালা।

আমি শকুনের ঠোঁট,আমি শিয়ালে চোখ।

আমি বায়ান্ন,আমি ঊনসত্তর, আমি একাত্তর।

আমি, গণআদালত, আমি গণ অভ্যুত্থান।

আমি নৃশংসতা,আমি নির্মমতা।

আমি, "সাক্ষী একাত্তর"।



আমি আজ কাঁদতে আসিনি,

ফাঁসির দাবি নিয়ে এসেছি।

----

১৬ জুলাই ২০১৩

ফাঁসির দাবি নিয়ে এসেছি।

(Collected)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.