![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন.।.।।।
আমি, পিচঢালা চৌরাস্তায় রক্তমাখা বুটের দাগ।
আমি, টর্চারসেলের নয়মাস ধরে ধর্ষণ করা,
সতের বছরের মেয়েটির গগন ফাটানো আর্তনাদ।
আমি, ওই সাত মাসের অন্তসত্তা ধর্ষিতার
শেষবার "মা" বলে কেঁদে ওঠা।
... আমি, নদীর পাড়ে পরে থাকা
ছাব্বিশ বছর বয়সের টগবগে সবুজ যুবকের লাশ।
আমি, সেন বাড়ির ওই হিন্দু ছেলেটির
উপড়ে ফেলা লিঙ্গের রক্তস্রোত।
আমি, ছেলেহারা মায়েদের আহাজারি।
আমি গেরিলার কেটে ফেলা আঙ্গুল।
আমি, হুমায়ূন আহমেদের ১৯৭১ উপন্যাসের "শফিক" অথবা "আজিজ মাস্টার"।
আমি, একাত্তরের কৈবর্ত।
আমি, লাল রক্তে চকচক করা বেয়নেট।
আমি, একাত্তরের লাশখেক কুকুরের লালা।
আমি শকুনের ঠোঁট,আমি শিয়ালে চোখ।
আমি বায়ান্ন,আমি ঊনসত্তর, আমি একাত্তর।
আমি, গণআদালত, আমি গণ অভ্যুত্থান।
আমি নৃশংসতা,আমি নির্মমতা।
আমি, "সাক্ষী একাত্তর"।
আমি আজ কাঁদতে আসিনি,
ফাঁসির দাবি নিয়ে এসেছি।
----
১৬ জুলাই ২০১৩
ফাঁসির দাবি নিয়ে এসেছি।
(Collected)
©somewhere in net ltd.