![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজিটাল ময় হাতের পরশে ভাসানী নভো থিয়েটার, চট্রগ্রাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এবং খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নাম বদলের পর এবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তন করা হল।
আওয়ামী লীগের অত্যাসন্ন কাউন্সিলের দাওয়াত পত্রে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাম লিখা হয়েছে......."বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র"।
আমি বলি কি...........দেশটাই বঙ্গবন্ধুর দেশ ঘোষণা দিয়া ফালাইলেইতো হয়। অত কষ্ট করে বিভিন্ন খিস্তি খেউরীর দরকার কি? আপনারা কি বলেন?
লিংকটা দিয়ে দিলামঃ
Click This Link
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৪
মু. নূরনবী বলেছেন: ভাইজান,,,,,,,,,লজ্জা নারীর ভূষণ.. আওয়ামীলীগের না!
২| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০২
অগ্নিগিরি বলেছেন:
খু-উ-ব ভালো হত। এত কষ্ট করতে হত না; বার, বার।
মন্তব্যের মধ্যে কিভাবে ছবি বা ফনেটিকস্ যোগ করতে হয়, দয়া করে ভাইজানেরা একটু শিখায়া দিয়েন।
দিলে খুব এন্জয় করতাম!
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৫
মু. নূরনবী বলেছেন: ধন্যবাদ। ছবি যোগ করাটা জানিনা।
৩| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০২
চন্দন বলেছেন: দেশের নাম মুজিবদেশ রাখা হউক।
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৬
মু. নূরনবী বলেছেন: হাহাহা........ভালোই বলেছেন। বাংলাদেশ থেকে মুজিবদেশ। বাহ্....বাহ্।
৪| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৫
মিলটন বলেছেন: আমি তো অপেক্ষা করছি সেইদিনের জন্য যেইদিন সরকার থেকে ঘোষনা আসবে যে, সবার নামের সাথে মুজিব শব্দটা লাগাতে হবে।
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮
মু. নূরনবী বলেছেন: সেই দিন বেশী দূরে নয়। কেননা...........ইতিমধ্যে সরকার মাদ্রাসা , মক্তব সর্বত্র মুজিব মিয়া ও হাসু আপার ছবি ঝুলানোর জন্য নির্দেশ দিয়েছে। সামনের দিনে হয়তো এই দুই জনের ছবি.....গলায় ঝুলাইয়া হাটার নির্দেশ আসতে পারে।
৫| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০৮
মোহাম্মদ লোমান বলেছেন: লেখক বলেছেন : আমি বলি কি...........দেশটাই বঙ্গবন্ধুর দেশ ঘোষণা দিয়া ফালাইলেইতো হয়। অত কষ্ট করে বিভিন্ন খিস্তি খেউরীর দরকার কি? আপনারা কি বলেন?
ঝামেলা চুকে যেত। আসলে ভাই আমাদের আওয়ামী বন্ধুদের মাথায় একটু গড়বড় আছে মনে হয়। না হলে এত প্রয়োজনীয় বিষয় থাকতে নাম বদল বা ছবি টাঙ্গানোর পিছনে কেন ...... ? নিজ দলের নাম ও বদল করেছিলেন
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৩
মু. নূরনবী বলেছেন: আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামীলীগ................
মিয়া ভাই...আমি আপনি তিনি ইনি সবাইতো বঙ্গবন্ধুর কৃপায় বেঁচে আছি!
সুতরাং তাগোর গুণগান গাইতো হইবো..........না হলে কিন্তু গাছের সাথে ঝুলাইয়া বাইন্ধা রাখবো।
৬| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৩
মো. লুৎফর রহমান বলেছেন: চীন সরকারের টাকায় এই সম্মেলনকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এর নাম রাখা হয়েছে 'বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র' আর আমরা সংক্ষেপে বলি- 'চীন মৈত্রী হল'। এই সম্মেলন কেন্দ্রের নাম পাল্টাবার অধিকার বাংলাদেশ সরকারের আছে কি না, তা আমাদের ভাবা দরকার।
চীন সরকার তো ইচ্ছা করলে এই হলের নাম 'মাও সে তুং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র' রাখতে পারতো!
চীনারা কল্পনাও করতে পারবে না বাংলাদেশ সরকারের মানসিকতা কত নীচ! জানিনা, এ ব্যাপারে চীন সরকার কিছু বলবে কিনা? আমার বিশ্বাস এতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে।
আওয়ামীলীগ নাম বদলালেও এর নাম 'বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র'ই বহাল থাকবে মানুষের অন্তরে। যেমনি করে বঙ্গবন্ধু সেতুকে সবাই 'যমুনা সেতু' বলেই ডাকে।
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯
মু. নূরনবী বলেছেন: ভাই এ মূল্যবান কথাটা ইয়া বড় মাথা ওয়ালা মন্ত্রীরা বুঝলোনা। তারা বুঝে নেত্রীকে কিভাবে তৈল দিতে হবে।
শেখ মুজিবকে এরাই বেশী বিতর্কিত করেছে।
ধিক্।
৭| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৩
আরাফাত রহমান বলেছেন: @মিলটন
জটিল কইছেন। আমার মনে হয় আমরা চেষ্টা করতে পারি। সবার নামের আগে শেখ লাগায়া দেই, কি কন?
বিরোধী দলের নেতৃকে শেখ খালেদা জিয়া বলাতে হবে নাকি?
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
মু. নূরনবী বলেছেন: আরাফাত ভাই জোশ নয় হেব্বি বলেছেন...........অসংখ্য ধন্যবাদ।
আসেন খালেদার নিকট পত্র লিখি দাদীগো আপনার নামে আগে শেখ লাগাএতা অইব!
৮| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৪
জহির২০১০ বলেছেন: আমিও অপেক্ষায় আছি যে, দেশের সাথে সাথে সরকার কবে যেন আমাদের দেশের যে ওয়েব সাটইগুলো আছে সেইগুলোর নাম পরিবর্তন করে দেয়, (এডাল্ট গুলো সহ),
আরে সবেতো শুরু দেখুননা সামনে আর কি কি হয়।
যেমনঃ
(১)বর্তমানেঃ (http://www.somewhereinblog.net)
ভবিষ্যতেঃ (http://www.somemujibinblog.net)
(২)বর্তমানেঃ (http://www.worldsex.com)
ভবিষ্যতেঃ (http://www.mujibsex.com)
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২১
মু. নূরনবী বলেছেন: আশংকাটা উড়িয়ে দেওয়া যায়না।
৯| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৬
সেতূ বলেছেন: আরে ভাই .....
"কালো কাক তো কালো কাক-ই"
"ময়ুরের পেখম লাগিয়ে কি ময়ুর হতে পারবে"
সব চাটুকারেরে দল বাপ ডুবেছে, মেয়েও ডুববে ....
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২২
মু. নূরনবী বলেছেন: সেতু ভাই..........এইটা হে হেই হালারা বুঝেনা। আর আমরা তাগোর নেতৃত্বে চলতাছি।
১০| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
সেতূ বলেছেন: @জহির২০১০ বলেছেন
(২)বর্তমানেঃ (http://www.worldsex.com)
ভবিষ্যতেঃ (http://www.mujibsex.com)
গুরু জব্বড় হইছে
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৩
মু. নূরনবী বলেছেন: হাহাহা.............আসিতেছে.............আসিতেছে......মহা সমারোহে...........
১১| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২১
প্রথম বাংলা বলেছেন:
শেখ মুজিবর রহমান কে আগেও শ্রদ্ধা করতাম। এখনো করি।
বাজে মন্তব্য করতে ভাল লাগেনা। তার পড়ও হয়ে যায় তার জন্য তাঁর সুযুগ্য কন্না, (জাতির বোন) ই দায়ী।
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৫
মু. নূরনবী বলেছেন: অবশ্যই মুজিব জাতির গর্ব। কিন্তু ক্ষমতায় থাকতে তার কিছু সাঙ্গপাঙ্গ তাকে নষ্ট করেছে।
আর মৃত্যুর পর ঐ সাঙ্গপাঙ্গরা তার মেয়েকে নাচাচ্ছে।
১২| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮
অলস ছেলে বলেছেন: ধুর। পেপারের কথা বিশ্বাস কৈরেন না, ওরা আওয়ামীলীগের শত্র। দেশের ভালো কেউ দেখতে পারেনা, মুজিবদেশ রাখলে সমস্যা কি? হাসিনাদেশ ও রাখা যেতে পারে।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৯
মু. নূরনবী বলেছেন: সরি ভাই। পূর্বের কমন্টের জন্য। সহমত।
১৩| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২৮
নির্বাসন বলেছেন: সব কিছু বঙ্গবন্ধুর নামে না দিয়ে তাঁর সু-যোগ্য চ্যালা চামুন্ডাদের নামেও কিছু নামকরণ করা হোক---যেমন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল চৌধুরী মায়া সেতু। নতুন প্রজন্মের অহঙ্কার, হাজী সেলিম সড়ক। নারায়নগঞ্জের স্বর্ণ সন্তান শামীম ওসমান মিলনায়তন...ইত্যাদি ইত্যাদি।
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩১
মু. নূরনবী বলেছেন: প্রস্তাবগুলো হাসিনা বরাবর পাঠায়া দেন...............কাউন্সিলের এজন্ডা হইতে পারে।
১৪| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৭
যুগান্তকারী বলেছেন: মিয়া শুধু শূধু অলস ছেলেরে গালি দিলেন।ওনার কমেন্টটা ভালো করে পড়ে দেখুন সেটা ব্যাঙ্গাত্বক।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২০
মু. নূরনবী বলেছেন: আপনাকে ধন্যবাদ..................ভুল শোধরাইতে পেরে ভাল লাগছে।
১৫| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৮
ব্যতিক্রমী বলেছেন: View This Link
সীমাবদ্ধতা
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২২
মু. নূরনবী বলেছেন: ধন্যবাদ...........আমরা কি এর থেকে কখনো নিস্তার পাব না?
১৬| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫২
অলস ছেলে বলেছেন: জয় বঙ্গবন্ধু। আপ্নে যুদ্ধাপরাধী। নাইলে আপ্নি জঙ্গী। নাইলে আপনার দাদা যুদ্ধাপরাধী। নাইলে আপনার শাশুড়ের ছোটভাই জঙ্গী। খারান, খবর হৈবো আপনার। আর হুনেন, মুজিবসেনারা আপনার গলাবাজিতে ভয় পায় না। দূর আপনারে উল্টা করা হৈবো। সাবধান হয়া যান।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৫
মু. নূরনবী বলেছেন: ভাই.....আপমার জন্ম কিন্তু স্বাধীনতার অনেক পরে। তয়, তা কিছু না,,কারণ আওয়ামীলীগ ছাড়া সবাই যুদ্ধাপরাধী এমনকি ৭২ এর পরেও যাদের জন্ম! সুতারং তা মামুণল বিষয়।
বর্তমানে দেশের নীতির স্বার্থে আওয়ামীলীগের আচরণ দেইখাতো মনে অয় তারাই নব্য মীরজাফর, ঘষেটি বেগম কিংবা যুদ্ধাপরাধী।
ভয় লাগাবেন না। মুজিব সেনারা যে সোনার ছেলে তাতো দেশের মাইনসের কাছে পরিষ্কার।
১৭| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১০
সালাহউদ্দীন আহমদ বলেছেন: আপনার পোষ্টটা যেমন ভাল লাগলো, তেমনি ভাল লাগলো এর দূর্দান্ত সর কমেন্ট। আওয়ামীলীগের গুতানি খাইয়া মডুরা এইটা আবার ফালায়া না দ্যায়?
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৯
মু. নূরনবী বলেছেন: ধন্যবাদ ভাই।
আওয়ামীলীগের গুতানি খাইয়া মডুরা এইটা আবার ফালায়া না দ্যায়?
এত ভয় পাইলে চলবো?
১৮| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১০
জুল ভার্ন বলেছেন: ভোট দিয়েছেন(?) মহাজোটকে-কাজেই মহা মহা কর্মজজ্ঞ দেখতেই হবে! মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্যই "কানারে হাইকোর্ট "দেখাতে হয়!
মহাজোটের জন্য একদলা ত্থুত্থু!
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩০
মু. নূরনবী বলেছেন: হাহাহা...........থুথু না শুধু গণ থুথু। ধন্যবাদ।
১৯| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৪
অদ্ভুতুড়ে বলেছেন: ভাই আসেন আমরা, বাংলাদেশের নাম পরিবর্তন করে "বঙ্গবন্ধুর দেশ" রাখার জন্য আন্দোলন শুরু করি।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩১
মু. নূরনবী বলেছেন: সেই আন্দোলনের আপনি আহ্বায়ক না আমি?
২০| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২২
হুতুমপেঁচা বলেছেন: হ! ভাবছি, আমিও শেখ হুতুমপেঁচা আইডি নেব!
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩২
মু. নূরনবী বলেছেন: জোশ কমেন্ট দিলেন।
হেরা পরেও তাহাদিগের শিক্ষা হইবেনা।
২১| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৭
মোহাম্মদ দানেশ বলেছেন: দয়াকরে সমালোচনা করার আগে পড়ুন (পূর্ব প্রকাশিত) -
২০০১ এর জাতীয় নির্বাচনে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসেই চরম প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে পড়ে এরই ধারাবাহিকতায় তাঁরা বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের নাম পরিবর্তন করে “ চীন বাংলাদেশ আর্ন্তজাতিক মৈত্রী সম্মেলন কেন্দ্র” নাম রাখেন এবং একই সাথে সাবেক অর্থমন্ত্রী জনাব এম. সাইফুর রহমান সাহেব “সৈয়দ নজরূল ইসলাম সেতুর ” র নাম পরিবর্তন করে ভৈরব সেতু নাম রাখেন ! শুধু তাই নয় তিনি সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ নজরূল ইসলাম কে কটাক্ষ করে বলেন, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার ! জনাব এম. সাইফুর রহমান সাহেব ন্যাম সম্মেলন কে বলেন ডেড হর্স ! এই হোল সাবেক এই কৃতিমান মন্ত্রীর কয়েকটি কাজ! পত্রিকায় দেখেছি তাঁর নিজের নামে সিলেটে অসংখ্য স্থাপনা রয়েছে, যা কোন দোষের নয় ! প্রতিহিংসা কাহাকে বলে!
এমতাবস্তায়, অবিলম্বে “ চীন বাংলাদেশ আর্ন্তজাতিক মৈত্রী সম্মেলন কেন্দ্র ” এর নাম পরিবর্তন করে পূর্বের নামে অর্থাৎ “ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র” করা হোক ।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৭
মু. নূরনবী বলেছেন: আপনার কতিপয় কথার সাথে আমি একমত।
কিন্তু নাম করণের এই দলীয়করণতো আওয়ামীলীগই তাদের ৯৬-০১ সেশনে দেখাইয়া গেলো।
প্রশ্ন হলো কৃতি সন্তান কি শুধু আওয়ামীলীগে আছে..অন্য কোন দলে নাই?
আর সাইফুর রহমানের নামে তিনি যে সকল কাজ করেছেন তারও নিন্দা জানাই।
নাম করণের এই নোংরা রাজনীতি কি বন্ধ হওয়া উচিত নয়?
আর চীনের টাকায় নির্মিত সম্মেলন কেন্দ্রের নাম যতদূর জানি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র হওয়ার কথা.........বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র হৗযার কথাতো নয়। কেন তাতো মাসেও তুং ও তো তে পারতো। গোজামিল দেওয়ার অভ্যাস পরিবর্তনের আহ্বান জানাচ্ছি।
২২| ১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:২০
ধীবর বলেছেন: @লেখক... এতো সবে শুরু। ৬ মাসের মাথায় যখন এতো কিছু, পুরা ৫ বছর পর কি হইবো, আন্দাজ কইরা লন। অলস ছেলের মন্তব্যে ঝাঝা। মুজিব সেনার হাতে পইড়েন না দাদা। তাইলে আসল মুক্তিযোদ্ধা হইলেও আপনেরে রাকাজার বানাইয়া দিবো। যেমন বানাইসিলো মেজর জলিলরে...
@ জুলভার্ণ ভাই, আঃ লিগের পাপ এত বেশি সে, ওদের থুথু দিলেও সম্মান করা হয়।
@দানেশ ভাই, আপনার ইতিহাস জ্ঞান দেখে আমরা সত্যি চমৎকৃত। খালি একটা কথা জিগাই। চীন মৈত্রি সম্মেলন কেন্দ্র কি আঃ লিগের বাপের ট্যাকায় হইসিলো নাকি চীনের ট্যাকায়? এই ইতিহাস জাইনা আমাগো দয়া কইরা জানাইয়েন।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪০
মু. নূরনবী বলেছেন: ভাই আপনার কমেন্টস্ গুলোর পর আমার আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছিনা।
আওয়ামীলীগরে আপনারা এত ভয় পান কেন?
একদিন সাহস কইরা কিছু উত্তম -মধ্যম দিয়া দেন দেখবেন..........আর জিন্দেঘীতে কথা কইবোনা। কারণ এদের মানসিক বল অনেক কম। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
২৩| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮
মোহাম্মদ দানেশ বলেছেন: সরকারি প্রতিষ্ঠান কারো বাপের টাকায় হয়না , হয় সরকারি টাকায় । সরকারের ফান্ডের উৎস ক) অভ্যান্তিরন খ) বৈদেশিক । বৈদেশিক উৎস আবার দুই প্রকার ক) দান বা অনুদান খ) ঋণ । ঋণ আবার দুই প্রকারঃ ক) শর্ত যুক্ত ঋণ খ) শর্তহীন ঋণ ।
এখন আপনাকে বিনয়ের সাথে জানাতে চাই - এদেশে কোন স্থাপনাটা কার বাপের টাকায় হয়েছে ? জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর প্রতিষ্ঠিত হয়েছে কার বাপের টাকায় ?
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪২
মু. নূরনবী বলেছেন: ভাই গাঁজাখুরি যুক্তি শুধু আপনাদের বেলায় মানায়।
এইডা কোন রাজনৈতিক ব্লগ না। অন্যত্র প্রস্থান করুন।
২৪| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫২
লুথা বলেছেন:
আমি কতদিন ধরে কইতেছি যে দেশের নাম বদলায়ে ফালানো হোক, ঢাকা শহরের নাম বদলায়ে ফালানো হোক, সব হোক মুজিব ভাইয়ের নামে...
আরে দেশের জন্য যা যা করছে সব মুজিব ভাই, ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোন তো বইসা বইসা বাল ফালাইছে এবং মুজিব একা যুদ্ধ করছে...
এই মুজিব এর গুষ্ঠির রক্তের মাঝেই অনেক প্রব্লেম আছে, কারন মুজিব চাইছে বাকশাল করতে, ৪ টা পত্রিকা রেখে সব বন্ধ করে দিতে, নিজের পোলাপানদের সব আকাম-কুকাম কে জায়েজ করে দিছে, নিজের দলের মানুষের সব দোষকে জায়েজ বানায়ে দিছে...
এই মুজিবের মাইয়ার শাসনামলে ৯৬-০১ দেশে সবচেয়ে বেশি অপরাধ হইছিলো এবং এইবার ক্ষমতায় আসার পর যা শুরু করছে, বুঝে গেছি যে তাগো শিক্ষা হই নাই... মুজিবের মাইয়া মুজিবের মত করেই চলতেছে...
অসুবিধা নাই, অই কথা ভুলি নাই
"পিপিলিকা উডিতে চায় মরিবার তরে"
এবং
"পাপ বাপকেও ছাডে না"
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪২
মু. নূরনবী বলেছেন: সহমত। ধন্যবাদ।
২৫| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০০
ডিজিটালভূত বলেছেন: বদলে যাও বদলে দাও।
এ দেশের নাম মুজিবুস্তান রাখার দাবী করলাম।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৩
মু. নূরনবী বলেছেন: হাহাহা....................সহমত। সুন্দর নাম প্রস্তাবের জন্য ধন্যবাদ। হাসুর সাথে যোগাযোগ কইরা দেখেন।
২৬| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৭
ধীবর বলেছেন: ইসস... লুথা ভাইই তো সব কইয়া দিলেন। নতুন কইরা কি কমু?
স্বাধীনতার পর আঃ লিগ যত ট্যাকা চুরি করসে, ওই ট্যাকা দিয়া ১০ টা জিয়া বানান যাইতো। এর পরেও জিয়া আসলো বইলা ওই বিমান বন্দরও হইসে, আবার দেশের মানুষ ৪টা খাইয়া বাইচা গেছে। আঃ লিগ তো দেশের তল খালি কইরা ফালাইসিলো।
চীনের অনুদান দিয়া সম্মেলন কেন্দ্র হইসিলো। অনুদান বোঝেন তো দানেশ ভাই? ওই যে ফরেন থেইক্যা খয়রাত আসে, ওইটা। এই জন্য কেন্দ্রর নাম চীন বাংলাদেশ মৈত্রি সম্মেলেন কেন্দ্র। ওরা মুজিব্রেও ট্যাকাটা দ্যায় নাই, আঃ লিগরেও না। দিসে বাংলাদেশের মানুষরে। যাগো ট্যাকা দিয়া কেন্দ্র হইলো হেগোর নামই বদল? আর কত্ত নামকরনের খেল দেখাইবো আঃ লিগ?
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৫
মু. নূরনবী বলেছেন: লুথা মিয়াদের নাম জুতা মিয়া হওয়ার দাবি জানাচ্ছি-খাঁজাখুরি মন্তব্যের জন্য।
আপনার সাথে একমত।
২৭| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:০৩
ইসমাইল ইমু বলেছেন: দানেশ সাহেবের সাথে একমত হইতে পারছি না । বড্ড খারাপ কথা !!!!!!!!!
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৬
মু. নূরনবী বলেছেন: ওই কেডা?
আওয়ামীলীগের নয়া চামচা নাকি?
প্রস্থান করুণ।
২৮| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২২
গুরুজী বলেছেন: এক নিয়ম করা হোক। আমরা মহানবির নাম নেবার পর যেমন (সা বলি তমনি বাংলাদেশের যে কোনো কিছুর নাম নেওয়ার আগে (মুজিব) সাহেবের নাম নেই।
তাহলে আর এতো নামকরনের ঝামেলা থাকবে না।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
মু. নূরনবী বলেছেন: প্রস্তাবটা হাসুর অফিসের ঠিকানায় পাঠাইয়া দেন।
নতুন আইডয়া হিসেবে লুফে নিতে পারে।
২৯| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৩
গুরুজী বলেছেন: ডিজিটালভূত বলেছেন: বদলে যাও বদলে দাও।
এ দেশের নাম মুজিবুস্তান রাখার দাবী করলা।
আমি একমত।
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৭
মু. নূরনবী বলেছেন: আমিও।
৩০| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:২৭
কিরিটি রায় বলেছেন: হেতরা আর হরব কি? পারে নি ? জানে নি?...
বিশ্বাস না হয় ঘুরে আসি বলেন..
Click This Link
হালার আকাইম্মার দল। খালি চেতনাবাজি আর ধান্ধাবাজি ..
১৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:৫৫
মু. নূরনবী বলেছেন: ধন্যবাদ লিংকটা দেওয়ার জন্য। সহমত।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
সিটিজি৪বিডি বলেছেন: লজ্জা থাকলে কি আর নাম পাল্টাই?