![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বাস্তবই হচ্ছে সত্য।
আকাশ ভেঙ্গে আমার ভালোবাসা নিলে,
বর্ষার বৃষ্টির মত আমায় কাদালে।
কাল বৈশাখী ঝড়ে তুমিই হারিয়ে গেলে,
আজও মেঘমালার মাঝে রংধনু মিলে।
আছে নীল সুতে গাঁথা কি এমন মন,
তুমিই যেন হৃদয়ে সারাক্ষণ।
বাদল দিনে ডানা মেলে আকাশে উড়ি,
তুমি আমি আদর স্বপ্ন পুরী।
মনের সুরে গান ধরি,
তাই অন্তরে অন্তরে নিত্য করি।
বর্ষার এমন দিনে বৃষ্টিতে ভিজয়ে তোমার হৃদয়,
হাতসানি দিয়ে ডাকবে ওগো প্রেমময়।
বিদ্যুৎ চমকিয়ে আমার বুকে,
আনুরাগে ভুল ঝড়ে ঝর্নার তরে।
অখিল বুকে মেঘমালায়,
বৃষ্টির দৃষ্টি মিলে প্রেমের জ্বালায়।
গোধূলির শেষে সন্ধ্যা রাতে,
তবুও তুমি অরবে আমার সাথে।
আমার গায়ের পোশাক আজও তোমার তরে,
আষাঢ় ধারা যন্ত্রনার হ্রাস করে।
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
মোঃ এন জামান বলেছেন: ধন্যবাদ কবি চেষ্টা করবো আপনার পছন্দের কিছু করতে ভালো থাকোন।
২| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
লালপরী বলেছেন: ++++
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
মোঃ এন জামান বলেছেন: শুভেচ্ছা নিবেন কবি।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
সুমন কর বলেছেন: ভাই ছবি দেখেই ভয় পাইছি.......O
...কবিতা পড়ি নাই