![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....
প্রেমে পড়ার নাকি কোনো নির্দিষ্ট নিয়ম নাই। প্রেম মানে না সমাজ, ধর্ম, বর্ণ, বয়স কিংবা আর্থিক অসমতা। আর এটাই প্রমাণ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আগাস্টার বাসিন্দা ৩১ বছর বয়সী কাইল। তার প্রথম বান্ধবীর বয়স ছিল ৫০। আর বর্তমান বান্ধবী ৯১ বছরের মার্জরি ম্যাককুল যিনি ছয় সন্তানের জননী। গত পাঁচ বছর ধরে কাইল ও মার্জরি ক্যাজুয়াল এক সঙ্গে রয়েছেন।
কাইল তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে ৫০ বছর বয়সী মায়ের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছেন। ২০০৯ সালে কাইলের সঙ্গে মার্জরির দেখা হয় বইয়ের দোকানে। সেখানে তখন কাজ করতেন মার্জরি। ছয় সন্তনের জননী মার্জরি গত ৩৭ বছর ধরে একাই থাকছেন। কাইল ও মার্জরির মধ্যে ৬০ বছরের বয়সের ব্যবধান থাকলেও তারা একে অপরের সঙ্গে শারীরিকভাবেও আবদ্ধ।
©somewhere in net ltd.