![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....
ভাই,বোন,সন্তানের হাসিমুখ দেখতে আমরা কত কিছুই না করি। উৎসব এলে তো কথাই নেই। ঈদে চাই নতুন জামা। জুতাটাও নতুন হলে ভালো হয়। চাই মজার মজার খাবার। ঈদ এলে সন্তানের এমন কত না বায়না পূরণ করতে হয়।
সন্তানের মুখে হাসি দেখে প্রাণ জুড়ায় বাবা-মার; কিন্তু এমনও আছে, যাদের মুখে এ হাসিটুকু ফোটানোর কেউ নেই। তাদের কাছে ঈদ দুঃখে-কষ্টে ভরা আর ১০টা দিনের চেয়ে ভিন্ন কিছু নয়।
এমন কিছু পথশিশুর হাসিমাখা মুখ দেখার উদ্যোগ নিয়েছে ফেসবুক পেজ আধাঁরে আলো পেজের সহায়তায় মাঠপর্যায়ে কাজ করছে “ ।
এই পেজের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের আগে নতুন পোশাক বিতরণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। পেজের এডমিনদের ব্যক্তিগত ও ফেসবুক বন্ধুদের অর্থ সহায়তায় আগামী২৫, ২৬,২৭শে রমজান পথশিশুদের মাঝে নতুন জামা,সেমাই,চিনি,মুড়ি বিতরন করা হবে।
এ জন্য আলাদা করে ফেসবুকে একটি ইভেন্টও খোলা হয়েছে। সকলের জন্য এই উদ্যোগে অংশ গ্রহন করার সুযোগ রয়েছে এবং আগামী ২৫রমজান পর্যন্ত অর্থ সংগ্রহ করা হবে।
ভাববেন না লোক দেখানো একদিনের পাঞ্জাবি দেয়ার ইভেন্ট করেই শীতনিদ্রা দিবো । আমরা কমবেশি সারাবছর মাঠে থাকতে চাই , পাশে থাকতে চাই …
আমাদের সাধ বেশি কিন্তু সাধ্য কম , তাই অপেক্ষায় আছি সবার সাহায্যের।`
যোগাযোগ এডমিন শফিউল আলম সাঈদ-০১৭৯৬৩৮২১৬০
সাহায্য পাঠাতে-বিকাশ পার্সোনাল-০১৯৩৫৪২৫৫১৩
ই-মেইল[email protected]
আপাদত ঈদ আনন্দে পথশিশুদের জন্য ফেইস বুকে শেষ পোষ্ট আপনার সাহয্য পাঠাতে পারেন ২৫শে রমজান পর্যন্ত।ফেইস বুকে আপাদত আর আসা হবে না। কারন এখন আমিও মাঠ পর্যায়ে নেমে যাবো।
যারা মাঠপর্যায়ে আমাদের সাথে কাজ করতে চান প্রয়োজনে আমাদের সাথে যোগ দিতে পারেন।
©somewhere in net ltd.