![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....
আমি স্তম্ভিত!
ফিলিস্তিন থেকে এক ডাক্তার
লিখেছেন-
'গাজা এলাকার ১১ বছরের এক মুসলিম
কিশোর আমাকে প্রশ্ন করেছে-
এই মুহূর্তে বিস্ফোরিত গ্রেনেড ও
বোমার স্প্রিন্টারসহ নানান বিষাক্ত
পদার্থ ঢুকে আমার মুখ
ভর্তি হয়ে গেছে... ডাক্তার,
এতে কি আমার রোজা ভেঙে যাবে?'
ডাক্তার উত্তর করেননি। কারন
তিনি বুঝতে পারছিলেন- পৃথিবীর
কারো এর উত্তর জানা নেই। তিনি আরও
বুঝতে পারছিলেন- উত্তরটা নেবার
সময়টুকুও ছেলেটির হাতে নেই।
ছেলেটির জন্য সবাই দোয়া করবেন।
©somewhere in net ltd.