![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভ্র.. ছোট বেলা থেকে আমি একটু দুষ্ট প্রকৃতির ও বিনোদন প্রেমি।ভালোবাসা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি।তাছাড়াও ফোনে নুতন নুতন মুখের সাথে কথা বলতে ভালো লাগে এখন তা ছেলে হোক বা মেয়ে হোক....
ব্লগের সকল ব্লগারদের কে আনুরধ
করছি একবার ২ মিনিট এর জন্য এই
লেখা টাকে পড়ার জন্য। প্লিজ।
..বাবা ৫০০ টাকা লাগবে?
.. কেনো?
.. হাত খরচের জন্য।।
পকেট থেকে বের করে দিলো!!
কিছু দিন পর!!
..বাবা,৩৫০
টাকা লাগবে! ..কেনো?
.. নেট নিবো তাই ।
.. তোর মার কাছ থেকে নিস ।
আবার,
.. বাবা টাকা লাগবে।
.. কেনো?
.. বন্ধুরা সবাই পিকনিক করবো।।
.. নিস পরে।।
.. না না!! এখনই দাও
পকেট হাতড়ে কিছু
টাকা দিলো ।।
.. বাবা বই কিনতে হবে,
টাকা দাও।
..খুশি হয়ে, কতো লাগবে?
.. ৫০০ টাকা ?
(বাড়িয়ে বললাম।।
বাকিটা আমার)
আমরা মধ্যবিত্ত পরিবারের
ছেলে।।
আমাদের এতো চাহিদা থাকতে
নেই, তবুও তৈরী হয়ে যায় ।।
আর এই সব চাহিদা একা কষ্ট করে
যে মানুষগুলো পূরন করে
চলেছে তাদের নাম “বাবাও মা“
।।
এমনও হয়েছে, বাসায় ঢুকছি,
তখন বাবা -মা
কথা বলছে "ছেলেটির বই
কিনে দিতে হবে, আবার তোমার
ডাক্তারও দেখানো লাগবে!! "
মা কোন দ্বিধা ছাড়াই আমার
বই
আগে কিনতে বলে!!
পরে বাবা টাকা ম্যানেজ
করে বই,
ডাক্তার দুইটারই
ব্যাবস্থা করে।।
ঈদের মার্কেট করার সময় ,
বাবাকে
কিছু নিতে বলি। নেয় না।।
শুধু বলে : আমার
তো জামা আছে,
এইটা দিয়েই
চলে যাবে ।পাছে আমাদের
জামা -
কাপড় কিনতে টাকার
শর্ট পরে তাই!! [নিজে ৩ বছর
পুরাতন জামা পড়ে কিন্তু
আমাদের ৬মাস পরপর জামা
প্যান্ট কিনে দেয় ]
এতোকিছুর পরও বাবার মার
সাথে
খারাপ ব্যাবহার করে ফেলি!!
বুঝতে পারি পরে, আসলেই
বড় ভুল করে ফেলেছি।।
"মাথার উপর একটা বটগাছ
আছে তো তাই বুঝি না!!"
মা-বাবা - আমি তোমাদের
আনেক ভালবাসি।।
সবাই সবার মা-বাবার জন্য দোয়া করুন.....
(রাব্বির হামহুমা কামা রাব্বাই ইয়ানি ছগিরা)
১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১০
এম.ডি অভ্র বলেছেন: এম.ডি অভ্র বলেছেন: আমাদের ক্লাবে প্রতি মাসে ব্র্যাক সংস্থা থেকে একটি করে মাসিক কর্মপরিকল্পনা বই দে্ওয়া হয়।এ মাসের বইটির শেষ পাতায় থেকে লেখাটি পেয়েছি ।তার পর ফেইস বুকেি লিখে পোষ্ট করেছি।যা ব্লগে পোষ্ট করার পর ডিলিট করেছি.. ।যানি না আপনি কোন ফেইস বুকে দেখেছেন। আর তা ছাড়া্ও আমি অনেক দেখেছি আমাদের ব্লগ থেকে পোষ্ট কপি করে অনেকেই ফেসবুকে পোষ্ট করে।কারন আমার লেখা কয়েকটি আমি অন্যর ফেসবুকে দেখেছি।এখন আপনি কোথায় দেখলেন আর তিনিই বা কোথায় পেলেন....ব্লগে লেখা টা আমার।
ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য....
২| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৬
ঘূণে পোকা বলেছেন: লেখকের লেখা না হলেও সমস্যা নাই আমারা শুধু আমাদের বাবা মাকে ভালবাসলেই হবে
১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫
এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ ঘূনে পোকা ভাই আপনাকে আপনার সু-চিন্তিত ও মূল্যবান মতামতের জন্য।
ভালো থাকুন সবসময়।
৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১৬
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: লেখাটা অনেক আগেই পেয়েছিলাম।না হলেও এক দুই সপ্তাহ আগে।কোন একটা প্যাজে।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৫
এম.ডি অভ্র বলেছেন: হতে পারে আমার আগে কেউ লিখেছে........
আর আমি আমার ফেইস বুক পেজে লিখেছিলাম এ মাসের ২ তারিখে...যা আজকে ডিলিট করেছি....
আর আমরা ক্লাবে প্রতিমাসে এই রকম উপদেশ,শিক্ষা মূলক গল্প পাই।তার মানে এই নয় যে অন্য কেউ বা অন্য কোথা্ও এই গল্পটা নেই।হয়তো বা অন্য কেউ লিখেছে সেখান থেকে আমাদের কর্মপরিকল্পনা বইয়ে লেখা হয়েছে।বা আমার মত কোন এক বই থেকে কেউ ফেইস বুকে লিখেছে।
এটাই স্বাভাবিক নয় কি.....
ধন্যবাদ আপনাকে....
সাথেই থাকুন,ভালো থাকুন<মা-বাবার সেবা করুন>
৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:১৯
স্বাধীনতা_bd বলেছেন: বাবা মা অমূল্য সম্পদ যার নেই সেই কেবল বুঝে!
তবে থাকা অবস্থায় বুঝা অত্যন্ত জরুরী।
১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৩০
এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ আপনার মহা মূল্যবান মন্তব্য এর জন্য.....
সবারি এটা বোঝা উচিৎ
৫| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫
লিরিকস বলেছেন: +
২৪ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
এম.ডি অভ্র বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২১
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: লেখাটা ফেসবুকে পড়েছি।এটাকি আপনার লেখা???