নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন.......।

মু রফিকুল ইসলাম

ভাবনার সাগরে আছি....তবে বাস্তবতায় বিশ্বাসী।

মু রফিকুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মুসলমানদের পোশাকঃ১

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২২

পোষাক আল্লাহর একটি বড় নিয়ামত|এর দ্বারা তিনি মানুষকে সকল জীবজন্তু থেকে পৃথক বৈশিষ্ট্য মন্ডিত করেছেন এবং মানুষের শরীরের নির্দিষ্ট অংশ ঢেকে রাখাকে ফরজ ইবাদত সাব্যস্ত করেছেন|বর্তমানে পোষাকের ক্ষেত্রে ফ্যাশনের নামে ইসলামি বিধানকে উপেক্ষা করে সর্বত্রই চলছে বিজাতীয় অনুসরন-অনুকরন|ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যাহত হচ্ছে এবং দেশ আল্লাহর গজবের লক্ষ্য বস্তুতে পরিনত হচ্ছে|
তাই আসুন! বিজাতীয় নির্লজ্জ ফ্যাশনের নামে অশ্লীলতা ও নগ্নতা পরিহার করে নবী সা.-এর শান্তিময়,কল্যানকর সুন্নাতের অনুসরন-অনুকরন করি|তাহলে ইনশাআল্লাহ ফিরে আসবে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা|সেই সাথে প্রতিষ্ঠিত হবে অশ্লিলতা,বেহায়াপনা ও নির্লজ্জতা মুক্ত একটি সভ্য সমাজ|

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:

আমাদের তরুণীদের উচিত বিবি হাওয়ার মতো পোশাক পরা; আপনি নিজেও জিনসাং ও ভায়েগ্রার দোকানে লাইন দিতেন!

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩০

মু রফিকুল ইসলাম বলেছেন: মানে?

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

কানিজ রিনা বলেছেন: আপনার চক্ষুদয়ের পর্দা করিয়া রাস্তায় নামুন
তাহলেই ঠিক হইয়া যাইবেক।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


এটুকুর মানে বুঝতে পারলেন না, আর বড় বড় নিয়ম কানুনের জন্ম দিচ্ছেন? আপনার মগজ কাজ করছে না।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

মু রফিকুল ইসলাম বলেছেন: ****চোখের পাতা বন্ধ হাটলে তো গাড়ি আক্সিডেন্ট হবে,তাই চাচ্ছেন বুঝি|**চোখের সামনে তেতুল নাড়াবেন আর বলবেন জিবে জল আসে নি| তেতুল কেন বলছি তাই? ইভটিজিং,ধর্ষন,পারিবারিক নির্যাতনে তো নারীদেরকেই শিকার হতে হয়|দেহ ব্যাবসা(কর্ল গার্ল) কি পুরুষরা করে নাকি নারীরা.এদেরকে তো তোমরাই তেতুল বানিয়েছ ইসলাম নয়. এরা মায়ের জাতি,বোনের জাতি এদের প্রাপ্য সম্মান এদের দাও!এদের স্বাধিনতার নামে ভোগ্য পন্য তৈরিতে ইসলাম বিরোধিতা করে বলেই কি ইসলামিরা অন্ধবিশ্বাসি?

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

কলাবাগান১ বলেছেন: আপনাদের চিন্তা-চেতনা পড়ে আছে নারীর পোশাকে...। এই সময় টা ব্যয় করুন জ্ঞান অর্জনে...অন্তত তাতে যদি একটা সুচ ও আবিস্কার করতে পারেন মানব জাতির কল্যানে। উন্নত বিশ্বে নারীর পোশাক নিয়ে আপনাদের মত এত আজাইরা সময় কেউ দেয় না ...পুরা সময়টাই মানব জাতির কল্যান হবে কিভাবে সেই চিন্তায়-কাজে ব্যয় হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.