![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বাড়ি সিঁড়ি বেয়ে নেমে এলাম যেদিন,
তুমি ও কেদেছো আমি ও অঝরে কেদেছি সে দিন।
আমার ভাগ্যে কী আর কান্না ছাড়া কিছুই লেখা নাই,
বলোনা কেমন কোরে তোমায় ভুলে যাই।
ও ও ও বন্ধুরে বলোনা কেমন কোরে তোমায় ভুলে যাই।।
©somewhere in net ltd.