নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানব সেবক ।

মানব সেবক

মানব সেবক › বিস্তারিত পোস্টঃ

প্রচলিত এনার্জি সেভিং বাল্বের ক্ষতিকর দিক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

বর্তমানে প্রচলিত এনার্জি সেভিং বাল্ব আর কিছুই নয় (Energy Saving Lamp) মুলতঃ এক ধরনের সি এফ এল (CFL) লাইট । এটা সাধারণ টিউব লাইটের বিকল্প কিন্তু টিউব লাইট বা অন্যান্য সাধারন লাইটের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী । এটা প্রায় ৬০-৭০% বিদ্যুৎ সাশ্রয় করে থাকে যা আমাদের দেশের মত গরীব দেশের জন্য অনেক উপকারী । কিন্তু সমস্যা হচ্ছে এর স্বাস্থ্যগত দিক। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সি এফ এল (প্রচলিত এনার্জি সেভিং বাল্ব) থেকে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বের হয় যা মানুষের বিশেষ করে ত্বকের ক্ষতি করে এমন কি ত্বকের ক্যান্সারের জন্যও দায়ী।



সাম্প্রতিক কালে উন্নত দেশগুলো এর বিকল্প খোঁজ করেছে এবং সফলকাম ও হয়েছে । উন্নত দেশগুলো বিশেষ করে আমেরিকা, ইউরোপ , অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলো ইতিমধ্যে সি এফ এল বাল্ব বর্জন করেছে । কিন্তু আমাদের মত গরীব দেশগুলো এখনও এ ব্যপারে তেমন কোন পদক্ষেপ নেয়নি।

কেন প্রচলিত এনার্জি সেভিং বাল্ব আমাদের জন্য ক্ষতিকর ঃ

সাধারণ বাল্বের আলোতে খুবই অল্প মাত্রায় অতি বেগুনী রশ্মি (UV Ray) উপস্থিত কিন্তু CFL বাল্বে ক্ষতিকর রশ্মির মাত্রা অনেক বেশি। তাছাড়া সি এফ এল (এনার্জি সেভিং) বাল্ব ভেঙ্গে গেলে বা ভাঙ্গা হলে (নষ্ট হয়ে যাওয়ার পর) সেখান থেকে ক্ষতিকর পারদ বাষ্প নির্গত হয় যার মাত্রা ৪০০ ন্যানো গ্রামের চেয়ে অনেক বেশি যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উপরুক্ত বিষয়সমুহ পর্যালোচনা করে আধুনিক বিজ্ঞানীগন সি এফ এল বাল্ব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন । আমেরিকা, কানাডা , অস্ট্রেলিয়া সহ উন্নত দেশগুলো ইতিমধ্যে এই বাল্বের ব্যবহার সম্পূর্ণ রুপে বর্জন করেছে ।

সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা সি এফ বাল্বের (Energy Saving Bulb) বিকল্প হিসেবে এল ই ডি (LED ) বাল্বের ব্যবহারকে উৎসাহিত করেছেন যদি ও প্রাথমিকভাবে এল ই ডি বাল্বের (LED Bulb) দাম কিছুটা বেশি কিন্তু এর পরিচালনা (বিদ্যুৎ খরচ) ব্যয় অনেক কম এবং এটা সি এফ এল (CFL-এনার্জি সেভিং ) বাল্বের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী ।



বর্তমানে ভাল মানের একটি এল ই ডি বাল্বের দাম ৪০০-৫০০ টাকা যদিও আপনি মোটামুটি মানের একটি এল ই ডি বাল্ব ২৫০-৩০০ টাকায়ও পাবেন কিন্তু তা ভাল নয় , আলো অনেক কম ।



সবকিছুর বিবেচনায় এল ই ডি বাল্বই (LED Bulb) হচ্ছে বর্তমান সি এফ এল বাল্বের সর্বশ্রেষ্ঠ বিকল্প এবং আধুনিক এনার্জি সেভিং বাল্ব । আসুন, আমরা স্বাস্থ্য ঝুকির হাত থেকে রক্ষা পেতে সি এফ এল (প্রচলিত এনার্জি সেভিং) বাল্বের ব্যবহার বর্জন করি এবং নতুন ও নিরাপদ বিকল্প LED Bulb (আধুনিক এনার্জি সেভিং বাল্ব) ব্যবহার করি । আর, এল ই ডি (LED Bulb) বাল্বকে বর্তমান প্রজন্মের গ্রীন বাল্ব (Green Bulb) বলা হয় যেহেতু এটা পরিবেশ দূষণ থেকে রক্ষা করে ।

আরো বিস্তারিত জানতে , এটা ও পড়তে পারেন । Modern Energy Saving Bulb

আশা করি টপিক্সটি আপনাদের অনেক উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমার লেখার সার্থকতা ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

কৌশিক বলেছেন: এলইডি বাল্ব কোথায় পাওয়া যায়?


'সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সি এফ এল (প্রচলিত এনার্জি সেভিং বাল্ব) থেকে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বের হয় যা মানুষের বিশেষ করে ত্বকের ক্ষতি করে এমন কি ত্বকের ক্যান্সারের জন্যও দায়ী।'

যেহেতু একটা একটা ভয়ংকর ঘটনা, দয়া করে জানাবেন এই সাম্প্রতিক গবেষণার তথ্য। কে গবেষণা করেছে এবং কি গবেষণা করেছে। গবেষকদের তথ্য ও বিশ্বাসযোগ্যতা ছাড়া এত বড় একটা ভয়ংকর সংবাদ কোথাও শেয়ার করতে পারছি না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

মানব সেবক বলেছেন: আপনি ইচ্ছা করলে ইন্টারনেট এ সার্চ দিলেই অনেক কিছু পাবেন। আর যদি প্রাক্টিক্যাল ভাবে বুঝতে চান, তাহলে, আপনাকে একটি কাজ করতে হবেঃ
১) একটি এনার্জি সেভিং বাতি কিনুন
২) একটি ছোট UV Glue , একটি আলুমিনিয়ামের টুকরা ও এক টুকরা গ্লাস কিনুন ।
৩) গ্লাসের উপর UV Glue দিয়ে আলুমিনিয়ামের টুকরাটি বসান ।
৪) সূর্যের আলোতে কিছুক্ষন রাখুন, দেখবেন জোড়া লেগে যাবে।
৫) একই ভাবে জোড়া লাগানোর জন্য আপনি সূর্যের আলোর পরিবর্তে এনার্জি সেভিং লাইট ব্যবহার করুন, দেখবেন ফলাফল, মিনিটেই জোড়া লেগে যাবে ।
এ থেকেই বুঝতে পারবেন যে এনার্জি সেভিং লাইট থেকে কত বেশি UV ray নির্গত হচ্ছে যার কারনে UV Glue কিউর হয়ে যাচ্ছে। আশা করি, বুঝতে পেরেছেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

সুমন কর বলেছেন: কাজের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

ফুয়াদ মাহমুদ বলেছেন: (sorry for writing English) As far I know LED light is more harmful then energy light. as LED is basically diode. it is also emitting ray. if you have comperative idea pls share with us otherwise people may misguide. thanks

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

ভিটামিন সি বলেছেন: বাল্ব জ্বালাইতাম না। কুপি বাতি জ্বালাইয়াম, ডিজেল তেল দিয়া।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

মানব সেবক বলেছেন: দারুন বলেছেন। এক মত।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

হেডস্যার বলেছেন:
এত কিছু চিন্তা করলে দুনিয়া চলবে না, থাইমা থাকবে।
৪০০/৫০০ টাকা দিয়া এলইডি বাল্ব কেনার কয়দিন পরে বলবে এইটাতে ও সমস্যা আছে। বর্জন করেন।

বুঝি বুঝি ...সব ব্যবসা...আই মিন ধান্ধা :D

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

এম আর ইকবাল বলেছেন:
প্রচারেই প্রসার ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

আমি সাদমান সাদিক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ।।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১

আমি সাদমান সাদিক বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য ।।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কৃত্রিম যে কোন জিনিষই মানব দেহে কিছু না কিছু ক্ষতি করে।

পৃথিবীর জন্ম - ৫০০ কোটি বছর আগে
নানা ভাবে বিবর্তিত হয়ে মানুষের অভুদ্যয় - মাত্র ২ কোটি বছর আগে।
মানুষ ১ কোটি ৮০ হাজার বছর আগ পর্যন্ত মানুষ ঘাস পাতা, ফলমুল খেয়ে বেচে ছিল, কোন কৃত্রিমতা ছাড়াই।
এর পর আগুন জালানো শিখেছে, গোস্ত খাওয়া শিখেছে। চাকার আবিষ্কার হয়েছে ৫০০০ বছর। হাতিয়ার তৈরি করেছে। বারুদ, কামান তৈরি করেছে মাত্র ৬০০ বছর আগে। স্টিম লোকোমোটিভ ১৫০ বছর। এর পর বিদ্যুৎ, টেলিফোন। গাড়ী মাত্র ১০০ বছর।

মানুষ ২ কোটি বছরের মাত্র ১০০ বছর আগে কৃত্রিমতার সম্মুখিন হয়েছে, কিছু ক্ষতি হবেই, কিন্তু একসময় সহ্য হয়ে যাবে। মেকানাইজেশন মানুষের ক্ষতির চেয়ে উপকার করেছে অনেকগুন বেশী। গড় আয়ু প্রায় দ্বিগুন বেড়েছে।

০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫

মানব সেবক বলেছেন: ভাই, আপনার কথার দারুন যুক্তি আছে । আমার পছন্দ হয়েছে । ধন্যবাদ । আসলে, রাখে আল্লাহ, মারে কে ? আল্লাহ যদি বাচায়, কোন শক্তির সাধ্য নাই ক্ষতি করার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.