নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই পথ যেন শেষ না হয় ।

মু. সাদ উদ্দিন

আমার নাম মু সাদ উদ্দিন । আমি একজন ছাত্র ।

মু. সাদ উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

পার্ট-টাইমের ফকির (বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া) ............

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

বেশ কিছুদিন আগের কথা। ক্যাম্পাস থেকে ব্যাক্তিগত কাজে গিয়েছিলাম চকবাজার। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নেমে গুলজার মোড়ের দিকে হাটা দিতেই হঠাৎ চোখে পড়লো এক রিকশাওয়ালা একটু আড়ালে গিয়ে এদিক-ওদিক তাকাচ্ছে। সন্দেহ লাগায় ফলো করা শুরু করলাম। কিছুক্ষণ পর দেখলাম রিকশাওয়ালা রিকশার সীটের নিচ থেকে প্যাকেটের মতন কি একটা যেন বের করছে। সন্দেহ আরো বেড়ে গেলো। এরপরও পাশের দোকানে ড্রিংকস করার ছলে ফলো করতে থাকলাম। এবার রিকশাওয়ালাটি প্যাকাটের ভেতর থেকে লম্বা একটি ব্যান্ডেজ বের করে পুনরায় এদিক-ওদিক তাকিয়ে ব্যান্ডেজটি পায়ে বাঁধা শুরু করলো। এরপর রিকশার সীটের নিচ থেকে একটি থালা বের করে ভিক্ষুক সেজে গেলো। হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগুতে লাগলো আর ভিক্ষা করতে লাগলো। এবার আসল মতলব বুঝতে পারায় ফলো করা ছেড়ে দিলাম। প্রায় দুই ঘন্টা পর ব্যাক্তিগত কাজ শেষে ফিরে এসে গুলজার মার্কেটের সামনে তাকে ভিক্ষা করতে দেখলাম। এমনভাবে বসে আছে যেনো এক্সিডেন্টে মারাত্নক আহত এক রোগী। আর সামনে রাখা থালায় ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক টাকা। এ যেন এক ঢিলে দুই পাখি মারা। টাকাও ইনকাম হলো সাথে সাথে তার বিশ্রামও হয়ে গেলো। জানিনা এরকম বেশধারী পার্ট-টাইমের কতো ফকির আমাদের আশেপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে........।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনাকে দেখে সে বিচিত্র অঙ্গভঙ্গি করেনি?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২

মু. সাদ উদ্দিন বলেছেন: আমাকে তো দেখেনি । আমিই দূর থেকে ওকে ফলো করছিলাম।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার ডিগ্রির সাথে মিলিয়ে ফল দেবে; আইডিয়া পেয়েছেন বিনা পয়সায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১

মু. সাদ উদ্দিন বলেছেন: মনের মতন মন্তব্য করার অধিকার অবশ্যই আপনার আছে ...।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সুমন কর বলেছেন: অবাক বিষয় !!

১২ ই জুন, ২০১৭ রাত ১১:৫৮

মু. সাদ উদ্দিন বলেছেন: আসলেই অবাক হওয়ার মতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.