![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা ভাই আপনারা
গণতন্ত্রের মাধ্যমে যেই
পদ্ধতি অবলম্বন
করেছেন ঐ পদ্ধতি দিয়ে আদৌ কি ইসলামী হুকুমত
ক্বায়েম করা সম্বব????
আর যদি বলেন গণতন্ত্র দিয়ে আমরা ইসলামী হুকুমত
ক্বায়েম করব না, শুধু ক্ষমতার স্বাদ গ্রহন করতে
চাই, তাহলে আপনাদের সাথে আমার কোন তর্ক নাই,
কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম
ক্বায়েম করবেন বলে
মানুষ কে ধোকা দিলে, তখন আপনাদের কে ধোকাবাজ
ছাড়া আর কিছুই বলার থাকবে না, একটা কথা জেনে রাখবেন
বাংলাদেশে আফগানিস্তানের
মত জিহাদের পরিস্থিতি সৃষ্টি
হোক বা না হোক, জিহাদ ছাড়া
কখনও ইসলাম ক্বায়েম
করা সম্বব নয়, আপনি
মানেন বা না মানেন সেটা
আপনার ব্যক্তিগত ব্যাপার
@সকল গণতন্ত্র পন্থী
ভাইয়ারা ও বোনেরা
২| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩
ব্যতীপাত বলেছেন: সাইবার অভিযত্রী বলেছেন: রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম কি নদীনা শরীফে ইসলাম কায়েম করেছিলেন ? জেহাদ করে ? না মদীনা সনদের মাধ্যমে ?
মদিনা শরীফে ইসলাম কায়েম হয় নাই, বরং বলা যায় সেই অঞ্চলে দু'একটি বিশেষ গোত্র-আউস ও খাযরায গোষ্ঠি- মহম্মদকে ডেকে এনে সংগঠিত হয় । শুধু মাত্র তারাই ইসলাম কে মেনে নেয় ।
মদিনার অন্যান্য ইহুদী গোত্র যেমন- বনু কায়েদা, ,বনু আল-হারিস, বনু জুশাম, বনু আল নজর প্রভৃতি গোত্র মিলে মদিনা চুক্ত হয়-এবং সেই রাষ্ট্র ইসলামী ছিল না । বরং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকাঠামো দ্বারা সব পক্ষের চুক্তি মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ।
এই একটিমাত্র জায়গা যেখানে তরবারী ব্যবহৃত হয় নাই । কিন্তু এর পরপরই মদিনা চুক্তি অকার্যকর হয়ে পড়ে এবং মুহম্মদ একে একে সব ইহুদী গোত্রগুলিকে তরবারী দ্বারা পরাভুত করে ইসলাম প্রতিষ্ঠিত করেন ।অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠিত করার সময়ে জেহাদ বা তরবারী তত্ত্ব ব্যবঃঋত হয়
জেহাদের তত্ত্ব অত:পর চলে সর্বত্র ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫
সাইবার অভিযত্রী বলেছেন: রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম কি নদীনা শরীফে ইসলাম কায়েম করেছিলেন ? জেহাদ করে ? না মদীনা সনদের মাধ্যমে ?