![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন তালিবান নেতা ফাজলুল্লাহর শান্তি আলোচনা প্রত্যাখ্যান
ইনকিলাব ডেস্ক : তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপির নয়া প্রধান মাওলানা ফাজলুল্লাহ দেশটির সরকারের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। এ ছাড়া, টিটিপির সাবেক নেতা হাকিমুল্লাহ মেহসুদ হত্যার প্রতিশোধ নেয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। মার্কিন ঘাতক ড্রোন হামলায় হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার ছয় দিন পর মাওলানা ফাজলুল্লাহকে টিটিপির প্রধান হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়া হয়। এদিকে, তালিবান এক মুখপাত্র বলেছেন, টিটিপি পাক সেনাবাহিনী ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে হামলা চালাবে। রয়টার্স, জিনিউজ।
তালিবান নেতা আসমাতুল্লাহ শাহিন বিত্তানি তালিবান নেতৃবৃন্দের সঙ্গে পাক সরকারের শান্তি আলোচনার প্রক্রিয়াকে শত্রুদের ফাঁদ হিসেবে ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, পাকিস্তানের যে সব রাজনৈতিক দলের দেশটির সরকারের সঙ্গে সম্পর্ক আছে তারা সবাই তালিবানের শত্রু। টিটিপির আরেক মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ বলেন, শান্তি আলোচনা চালানোর বিষয়ে কোনো আলোচনাই করেনি পাকিস্তানের তালিবান। পাক সরকারকে তার ভাষায় যুক্তরাষ্ট্রের দাস হিসেবে মন্তব্য করে তিনি বলেন, শান্তি আলোচনা সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।
উল্লেখ্য, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি)’র সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হওয়ার পর বৃহস্পতিবার ফজলুল্লাহকে নিয়োগ দেয়া হল বলে জানিয়েছেন এক তালিবান মুখপাত্র। মোল্লা ফজলুল্লাহ খুবই কট্টরপন্থি একজন তালিবান কমান্ডার। সোয়াত উপত্যকায় একাধিক ইসলামিক বেতার সম্প্রচারের কারণে সবাই তাকে ‘মোল্লা রেডিও’ নামে চেনে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তানে যেহাদি তালেবানরা সিমান্ত প্রদেশে সব বালিকা বিদ্যালয় বন্ধ করে দিয়েছিল।
বাংলাদেশী যেহাদিরা কিছুটা ভাল।
বালিকারা ক্লাস ফাইব পর্যন্ত এলাউড।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫
রাখালছেলে বলেছেন: তালেবান নাকি...বাপ কি পাকি রে
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
আমি নি (?) বলেছেন: সোয়াত উপত্যাকায় সব বালিকা বিদ্যালয় বন্ধ করে দিয়েছন। বোমা মেরে উড়িয়ে দিয়েছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কুফরি বিজ্ঞান শেখানো হয়।
তার নির্দেশেই কিশোরী মালালার উপর গুলি চালায় জিহাদীরা।
তিনিই আদর্শ ইস্লামিক নেতা!