![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগ লিখতে এবং পড়তে ভালোবাসি তাই সবমসয় ব্লগে পড়ে থাকি। ফেইবুকে আমি www.fb.com/Mr.Sajjad.Hosen
আজকাল মানুষের অনলাইন এক্টিভিটি দেখে বেশ ভালই লাগে। তখন মনে হয় সবাই আমরা টেকনোলোজি নিয়ে গবেশষনা করছি।
আবার যখন দেখি সবাই ইন্টারনেট ব্যবহার করে শুধু ফেইসবুক চালায়। তখন মোটেও আর ভালো লাগনে।
আমাদের নিত্যদিনের একটা রুটিন হয়ে গেছে ফেইসবুকে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই এক্টিভ থাকতে হবে। ঘুম থেকে উঠে ফেইসবুক নটিফিকেশন চেক করা ম্যাসেজ চেক করা ইত্যাদি। আবার ঘুমানোর আগেও সেম অবস্থা। সারাদিন তো আছেই।
খাবার টেবিলে, নাস্তার টেবিলে, রেস্তোরায়, অফিসে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, পড়ার টেবিলে, রাস্তায়, মাঠে-ঘাটে যেখানেই একটু সময় পাই সেখানেই ফেইসবুক।
ফেইসবুক আমাদের পাগল করে দিয়েছে। ফেইসবুকের দুনিয়ায় আমরা অন্ধ হয়ে গেছি। প্রতহ্য আমরা ফেইবুক ছাড়া আর কল্পনাও করতে পারিনা।
ফেইবুক এখন সবকিছু হয়ে গেছে।
ফেইসবুকে জ্বালায় আর ঘুম ধরেনা। মনে হয় রাতে ঘুমের মাঝেও ফেইসবুক ব্যবহার করতেছি। সপ্নে তো প্রায় ব্যবহার করে থাকি।
হ্যাপি ফেইসবুক, হ্যাফি ফেইসবু ব্যবহারকারি।
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
Sajjad Hosen বলেছেন: হুম প্রাইভেসি বলেত আর কিছুই থাকলো না মানুষের। মানুষের আবার দোষ দিয়ে কি হবে। নিজেরাই আমরা এরকম হয়ে গেছি।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৪
আহা রুবন বলেছেন: আমি এখনও হতে পারলাম না ভাই। ওখানকার নেকামো দেখলে গা জ্বলে। কেউ কেউ বলে আপনাকে ফেসবুকে দেখি কিন্তু পোস্ট, লাইক কিছু করতে তেমন একটা তো দেখি না। তাদের বলি লগইন করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, পড়ি, ফেবুতে শেয়ার করি তাও আবার কাউকে দেখতে দেই না। আমি ফেবুকে বিভিন্ন তথ্যলিঙ্কের সংগ্রহশালা বানিয়েছি। তথ্যের প্রয়োজনে কাজে লাগাই।
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫
Sajjad Hosen বলেছেন: আপনার সিস্টেম ঠিক আছে। চালিয়ে যান ভালো কিছু করেন দোঁয়া করি।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: Right your post
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
Sajjad Hosen বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: কোথাও আসি আর না আসি রোজ ফেসবুকে আসি
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬
Sajjad Hosen বলেছেন: রেগুলার আসবেন কিন্তু না আসলে বকা দিব।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৭
ফাহমিদা বারী বলেছেন: অবস্থা আসলেই সেরকম। ঠিকই বলেছেন। ফেসবুক আমাদের সমাজ তথা ব্যাক্তজীবনকে ভীষণভাবে প্রভাবিত করে চলেছে। মানুষের প্রাইভেসি বলে আর কিছুই নেই।