![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগ লিখতে এবং পড়তে ভালোবাসি তাই সবমসয় ব্লগে পড়ে থাকি। ফেইবুকে আমি www.fb.com/Mr.Sajjad.Hosen
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
কেটেছে বিনিদ্র রাত একা একা
বেদনার বালুচরে মেলেএক্ছি পাখা
তুমি হীনা এ জীবন ভাল লাগে না
এ মনের গভীরেতে ব্যথা দিও না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
কত পার্বণ আসে যায়, তুমি এলে না
মন দ্বীপ নিভে গেছে, আর জ্বলে না ।।
তুমি হারা এ ভূবনে কিছু চাই না
এ মনের বন্দরে ফিরে এসো না
দৃষ্টি প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায় ।।
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে ফেতে চায় ।
২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৪
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ডিফারেন্ট টাচ
৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: সেই ছেলে বেলায় শুনেছিলাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮
দিপু দিপু বলেছেন: ডিফারেন্ট টাচ