![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্লগ লিখতে এবং পড়তে ভালোবাসি তাই সবমসয় ব্লগে পড়ে থাকি। ফেইবুকে আমি www.fb.com/Mr.Sajjad.Hosen
এ কোন ব্যথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি।
এক নীড় ভাঙা পাখি একাকি কাঁদে
কখনো শোনোনি তুমি,
কতটা ব্যাথা পেয়ে
কেঁদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই
বলোনা তুমি।
কি করে তোমাকে বোঝাই
কি করে...
এ কোন ব্যথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি।
এক নীড় ভাঙা পাখি একাকী কাঁদে
কখনো শোনোনি তুমি।
কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই
বলোনা তুমি।
কি করে তোমাকে বোঝাই
কি করে...
আমার চোখ বেয়ে বেয়ে,
বয়ে গেছে দুখেরই নদী।
একা চাঁদ জাগে রাতে আমার সাথে ,
দুজনে সমান বিবাদী।
অনেক অভিমানে রাত উদাসী,
তারারা আলো জ্বালেনি
কি করে তোমাকে বোঝাই,
কি করে তোমাকে বোঝাই।
তোমার পথ চেয়ে চেয়ে
ফাগুন গিয়েছে চলে,
পাতা ঝরা গোধুলি গেয়েছে ফিরে
কিছুই যায়নি বলে
ফেরারী সেই ক্ষণে কেঁদেছে বাতাস
কেঁদেছি একা আমি....
কি করে তোমাকে বোঝাই,
কি করে তোমাকে বোঝাই।
এ কোন ব্যথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি,
এক নীড় ভাঙা পাখি একাকী কাঁদে
কখনো শোনোনি তুমি,
কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি
কি করে তোমাকে বোঝাই
বলোনা তুমি।
কি করে তোমাকে বোঝাই
কি করে...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১
Sajjad Hosen বলেছেন: কোন ব্যাথা নাই
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ কোন ব্যথায় এই বুক ভেঙে যায়
কখনো বোঝোনি তুমি
এক নীর ভাঙা পাখি একাকি কাঁদে
কখনো শোনোনি তুমি
পাখি উড়ে গিয়ে অন্য ডালে বসলে,
বুঝা বুঝি কি ?
শ্রেফ দু:খ না করে নতুন ভালবাসা তৈরী করুন ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবিতায় ভাললাগা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
Sajjad Hosen বলেছেন: দুঃখ করিনা ভাইয়া....আসলে এটা ছিল একটা ৯০দশকের গানের লিরিক্স। শিল্পী ছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৪
ল বলেছেন: দারুণ লেখনী
প্রাণময়তা
দাড়ি, কমা, যতি চিহ্নের ব্যাবহার করলে ভালো হতো।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
Sajjad Hosen বলেছেন: এটা আমার নিজের লেখা ছিলনা তো তাই। যতদুর সম্ভব আমি এডিট করে দাড়ি কমা দিয়েছি। এটা একটা গানের লিরিক্স ছিল।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতায় অভিব্যক্ত আবেগ সুগভীর, কিন্তু বেশ কয়েকটি বানান ভুলের দোষে কবিতাটি দুষ্ট। সম্পাদনা করে নিলে পাঠকের কবিতাটি পড়তে বিরক্ত লাগবে না। যেমনঃ
এক নীর ভাঙা পাখি - এই 'নীর' মানে জল, অথচ আপনি হয়তো বোঝাতে চেয়েছেন পাখির বাসা, যেটার শুদ্ধ বানান হবে নীড়। এই ভুল বানানটি একাধিক জায়গায় এসেছে।
'দুখেরি' - দুখেরই হবে। ক্ষনে - ক্ষণে হবে। একাকি- একাকী হবে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
Sajjad Hosen বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য। এটা কবিতা না এটা গানের লিলিক্স ছিল। ৯০ দশকের হারিয়ে যাওয়া শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল এর একটি গান ছিল এটা। চাইলে আপনার গানটি শুনতে পারেন ইউটিউব থেকে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০
Sajjad Hosen বলেছেন: এটা কবিতা ছিলনা এটা গানের লিরিক্স।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
ফেরদৌসা রুহী বলেছেন: অনেকেই আপনার লেখা মনে করে ভুল করছে। বিষয়টা পরিষ্কার করে শুরুতেই বলা দরকার ছিলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
Sajjad Hosen বলেছেন: জ্বি ভাই..আপনি টিকই বলেছেন।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
সুমন কর বলেছেন: খুব সুন্দর একটি গান। এখনো মাঝে মাঝে শোনা হয়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
Sajjad Hosen বলেছেন: শুনতে ভালোই লাগে।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৪
চাঙ্কু বলেছেন: ব্যথা বেশি হলে প্যারাসিটামল খেয়ে ফেলুন!