নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান ও প্রযুক্তিকে খুব বেশি ভালবাসি তাই সব সময় বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়ে থাকি। বিজ্ঞান ও প্রযুক্তিকে নিয়ে পড়তে ও লিখতে ভালো লাগে। ফেইবুকে আমি।

Sajjad Hosen

আমি ব্লগ লিখতে এবং পড়তে ভালোবাসি তাই সবমসয় ব্লগে পড়ে থাকি। ফেইবুকে আমি www.fb.com/Mr.Sajjad.Hosen

Sajjad Hosen › বিস্তারিত পোস্টঃ

সামহোয়ারইন ব্লগ এ কেউ আছে অনলাইনে কাজ করে।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

সবার কাছে হেল্প চাই সামহোয়ারইন ব্লগ এ এমন কেউ আছে যারা অনলাইনে কাজ করে। আমি সবার কাছে হেল্প চাচ্ছি আমি অনেকদিন ধরে কম্পিউটারের সাথে জড়িত আছি। আমি কম্পিউটার এর সাথে জড়িত আছি ২০১০ সাল থেকে। পর্যাক্রমে স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পড়তেছি। স্কুল জীবন থেকে আমার কম্পিউটার শেখা শুরু।

আমার শেখার খুব ইচ্ছে তাই পর্যাক্রমে অনেক ধরনের অনলাইনের কাজ শিখছি। তার মধ্যে উল্লেখ্য যোগ্য ওয়েব ডিজাইন এন্ড ডেভেলোপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন (ক্রিয়েটিভিটি নাই), ইমেইল মার্কেটিং এন্ড টেম্পলেট ডিজাইন, এসইও (SEO), ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন।

যে গুলোতে আমার স্কিল আছে:
1. Microsoft Word
2. Microsoft PowerPoint
3. Microsoft Excel
4. Adobe Photoshop
5. Adobe Illustrator
6. HTML & CSS
7. JavaScript
8. WordPress Theme Development
9. PHP
10. MailChimp
11. Blogging
12. Etc.
13. Software Install and Hardware Assembly and Windows Install


এরকম আর অনেক স্কিল আছে এই মুহূর্তে মনে পড়তেছেনা। আমি নিজে নিজে অনলাইনে অনেক ট্রাই করেছি কাজ করার জন্য। বাট সফল হতে পারিনি। কারণটা ছিল আমি ইংরেজিতে একটু দূর্বল তাই। আমার যে ক্লায়েন্ট এর সাথে কথা হয় সবাই ডিরেক্ট ফোন দেয়। এধরনের সমস্যার কারণে আমি সফল হতে পারিনি।

আমি কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারি। মোট কথায় আপনি যে ধরনের কাজ করাবেন একটু সময় দিলে মানে প্রাকটিস করার সময় দিলে আমি করে দিতে পারবো। আল্লাহর অশেষ রহমতে এই জ্ঞান টুকু আমার আছে।

আমি এখন কোথাও একটা জব করতে চাই আমার কাজ রিলেটেড অথবা যদি কেউ কাজ করাতে চান তাহলে বলতে পারেন। আরেকটি বিষয় আমি এইসব কাজ কিন্তু নিজে নিজেই অনলাইন থেকে শিখেছি। তাই আমার যদি একটা মেন্টর থাকতো তাহলে আমি খুব সুন্দর ভাবে কাজ করতে পারতাম। অনলাইনে নিজেকে সফল করতে পারতাম।

আপনারা হয়তো বা ভাবতেছেন আমি কেন ইংরেজি শেখার জন্য কোথাও ভর্তি হচ্ছিনা। তার পিছনে অনেক কারণ আছে যা পাবলিক প্লেসে বলা খুবই কষ্টকর।

আমার তাড়াতাড়ি একটা কাজের খুব দরকার। কেউ আমাকে জব দিয়ে হোক কাজ দিয়ে হোক হেল্প করলে আমি খুব উপকৃত হবো। যে যেরকম করে হেল্প করতে পারেন করেন।

অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আপনাদের।



মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে কয়েক জন আছেন ওবায়দুল ভাই, মুমু পানি আরও কে কে যেন।

ভাগ্য ভাল হলে সাহয্য পেতে পারেন।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

Sajjad Hosen বলেছেন: ধন্যবাদ ভাইয়া। দেখি যদি কেউ হেল্প করে তাহলে তো প্লাস পয়েন্ট।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সরি মুমু পাখি হবে।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: পুরান ঢাকা কিংবা খাতুনগঞ্জের কোন ব্যাবসায়ী আপনারে হয়তো বুঝায়ে বলতে পারবেনা তার সিক্রেট কি। ইনফ্যাক্ট একেকজনের সাকসেসের ক্রাইটেরিয়া একেক রকম, সুখের আইডিয়া একেক রকম।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬

Sajjad Hosen বলেছেন: জ্বি ভাইয়া।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: লেগে থাকুন হয়ে যাবে।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

Sajjad Hosen বলেছেন: আপনাদের দোঁয়া আমার চেষ্টা।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেগে থাকলে একদিন শিকা ছিড়তেও পারে।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

Sajjad Hosen বলেছেন: আপনাদের দোঁয়া আমার চেষ্টা।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

Sajjad Hosen বলেছেন: আপনাদের দোঁয়া আমার চেষ্টা।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সৈকত জোহা বলেছেন: আপনার মূল সমস্যা অনেক বিষয়ে দক্ষতা। কতটুকু দক্ষ সেটা বুঝতে পারছি না। গুগলে ফ্রিলান্সিং বিষয়ক অনেক আর্টিকেল আছে সেগুলো পড়ুন । ইউটিউবে অনেক ভিডিও আছে অগুলো সার্চ দিয়ে দেখুন

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

Sajjad Hosen বলেছেন: আপনি ঠিকই ধরেছেন ভাইয়া। যার জন্যই আমি কার সরনাপ্ন হয়ে কাজ করতে চাই। একজন দক্ষ্য মেন্টর চাই। যে আমাকে গাইডলাইন দিবে সঠিক ভাবে পথ চলার।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৭

সৈকত জোহা বলেছেন: Click This Link
this group is very usefull . you can ask anything. try it

৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

সৈকত জোহা বলেছেন: Click This Link
here is another one. it is better than previous.

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

Sajjad Hosen বলেছেন: ওকে ভাইয়া ট্রাই করে দেখি।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ১,২ ও ৩ এর উপর আমি কোর্স করেছিলাম। কিন্তু বাকিগুলোর উপরে দক্ষতা আমার নেই। শিখতে চাই কিন্তু কিভাবে? :(

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

Sajjad Hosen বলেছেন: আমি শেখাবো যোগাযোগ করতে পারেন। [email protected]

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি ইউটিবে ইংরেজি শেখার বিভিন্ন ভিডিও পাবেন। ডাউনলোড করে চর্চা করলে ভালো ইংরেজি শিখতে পারবেন।

শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

Sajjad Hosen বলেছেন: ধন্যবাদ ভাইয়া পরামর্শ দেওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.