নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়েল মুহাম্মদ

সায়েল মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

গল্প- গরম

০১ লা মে, ২০২০ রাত ৮:৫৯

বেশ রোদ না হলেও অনেক অস্বস্তিকর ভেপসা গরম লাগছে। ছোটন কাকার বাণীর সাথে মিলিয়ে বলতে ইচ্ছে করছে ,' এখানে তীব্র গরম, গরমের চো*..* দাড়াতে পারছি না।'
কিন্তু বলবো না। কারণ আমি ভালো ছেলে। ভালো ছেলেরা এসব অশ্লীল বাক্য মুখে আনে না। রিক্সা করে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়ার জন্য রিক্সা খুজতেছি।
একজন রিক্সাওয়ালা মামা ডাক দিলো, 'কই যাবেন?'
আমি আমার গন্তব্য বললাম। ২০ টাকা ভাড়া সাধারণত, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি ৩০ টাকা চেয়ে বসলেন। এর কমে যাবেনই না। আমার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য যাত্রী খোঁজ করতে থাকার ভান করলেন। যেনো আমি বিশাল ধরনের অপরাধ করে ফেলেছি ভাড়া ১০ টাকা বেশি কেনো জিজ্ঞাসা করলাম। সামনে তো ঈদ,পূজা কিছুই না!
তিনি কথার ভলিউম বাড়িয়ে বললেন, 'দেখেন না মামা? কুত্তা মারা গরম পড়ছে। এই গরমে ১০ টাকা কি বেশি চাইছি? আপনি বিবেচনা করে বলেন তো!'
আমি দেখলাম তার প্যাটেল মারা টাইপ রিক্সা না। ব্যাটারি চালিত।
এটা দেখে বললাম, ' আপনার রিক্সা ব্যাটারি চালিত। প্যাটেল মেরে ক্লান্ত হওয়ার তো ব্যাপার নেই। ভাড়া বেশি কেনো চাইছেন?'
তিনি বিরক্ত হয়ে বললেন, 'গেলে যাইবেন, না গেলে নাই! এতো কথা বাড়াইতাছেন কেন? এত কথা কওয়ার টাইম আমার নাই।'
আমি আর কোনো কথা না বাড়িয়ে রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করলো। ঘাম মুছার জন্য টিস্যু বের করলাম। একটু যাওয়ার পর দেখলাম আখের রসের গাড়ি। আখের রস খেতে মন চাইলো তাই রিক্সাওয়ালা মামাকে বললাম, ' মামা,আখের রসের গাড়ির পাশে দাঁড়ান তো একটু।'
মুখে ছুপ ছুপ শব্দ করে রিক্সা টা দাঁড় করালো আখের রসের গাড়ির সামনে। বিরক্তি প্রকাশের জন্যই এই শব্দ করেছে সেটা বুঝলাম। উনার বিরক্তিকে পাত্তা না দিয়ে আখের শরবত দিতে বললাম আখওয়ালাকে।
রিক্সাওয়ালা মামার দিকে তাকালাম। সে আখের রস বের করা দেখছে। উনাকে বললাম,' মামা খাবেন নাকি এক ক্লাস? '
মুখে চওড়া হাসি আর চোখটা বড় করে রিক্সাওয়ালা মামা বললো,' দেন মামা।'
দুজনে এক গ্লাস করে খেলাম। খাওয়া শেষে রিক্সা আবার চলতে শুরু করলো। খেয়াল করলাম আগের চেয়ে গতিতে চালানো শুরু করছে সে।
আমি বাসার নিচে চলে এসেছি। পকেট থেকে ভাড়া বের করে ২০ টাকা দিয়ে বাসার গেইটে হাত দিলাম খোলার জন্য। পেছনে রিক্সাওয়ালা মামা গলার জোর যতসম্ভব বাড়িয়ে বললো,' এইটা কী দিলেন মামা? ভাড়া তো বিশ টাকা না,তিরিশ টাকা! আপনার সাথে না ত্রিশ টাকা ভাড়া মূলামুলি হয়ছে।'

আমি বললাম, ' আপনি ১০ টাকার আখের শরবত খেয়েছেন।'

'হুমম খাইসি। এইটা তো আপনার টাকায় খাওয়াইছেন '

'হু আমার টাকায়। আপনি বলেছিলেন গরমের জন্য ১০ টাকা ভাড়া বেশি। তাই শরবত খাইয়ে আপনার গরম দূর করেছি। শরবত খাওয়ার পর তো আপনার গরম কমেছে ? ভাড়া তো এখন ২০ টাকাই হবে।'

রিক্সাওয়ালা মামা কিছু বলতে গিয়েও বলতে পারছেন না। শুধু হা মুখ করে তাকিয়ে আছেন আমার দিকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.