![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ কর্মী, মুক্তিযোদ্ধা, প্রাক্তন জাতীয় ব্যবস্থাপনা উপদেষ্টা, এমডিইউ, এমওএইচএফডব্লিউ, একজন শিক্ষার্থী।
য-
যত যাই বলো
আগে নামাজেে চলো।
নামাজ হলে শেষ
কাজে ছড়িয়ে পড় বেশ।
স-
সতত দেয় প্রলোভন
বলাই আছে শয়তান।
হয়ে যাই সাবধান
সহায় হবেন প্রভু মেহেরবান।
১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫২
শাফি উদ্দীন বলেছেন: আমীন
২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
নাসরিন চৌধুরী বলেছেন: সালাম মুক্তিযোদ্ধা ভাই। আপনার সাথে আপনার লেখনির সাথে পরিচয় অনেক আগ থেকেই। কেমন আছেন_?
আপনার লেখাগুলো বরাবরই শিক্ষামূলক ও সচেতনতামূলক।
ভাল থাকবেন।
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
শাফি উদ্দীন বলেছেন: আপা, আসসালামু আলায়কুম। কেমন আছেন? আশা করি প্রভুর দয়ায় ভালো আছেন। আমি বাতের ব্যাথায় দারুণ ভাবে ভুগছি। দোয়া করিয়েন। আজ থেকে হোমিও চিকিৎসা শুরু করলাম।
'আপনার সাথে আপনার লেখনির সাথে পরিচয় অনেক আগ থেকেই।' আপনিও তো আমার নিকট এই রকম.....। দোয়া করি ভালো থাকবেন।
মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আশা করি কথা হবে। শাফী ভাই
৩| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০২
শাফি উদ্দীন বলেছেন: দোয়া চাই
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৫
টি ইউ রিয়াদ বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
অন্ধবিন্দু বলেছেন:
যত যাই বলো
আগে নামাজেে চলো
আল্লাহ আমাদের সহায় হোন।