![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা ভালোবাসো বলে, পত্রদ্বয়ের অধর ছিঁড়ে ফুল বেরোয়,
সুভাষ ছড়ায় বাতাসে, বাতাসে,
রাঙে ধরণী এক অনন্য রাগে।
আর আমার জন্য রয়, দূরের আকাশ,
ঝলসানো কিছু তারা,
যারা আজও পথহারা।
তোমরা ভালোবাসো বলে, পাখিরা কুঞ্জে কুঞ্জে গান...
ফিরে ফিরে আসি
তোমরা কি ভেবেছ মরেগেছি আমরা,
মিশে গেছি মৃত্তিকা সমেত?
কিংবা পরিণত হয়েছি শ্মশানের দুমুঠো ছাইয়ে?
ভেবেছ সলিলে সমাধি হয়েছে আমাদের?
কিংবা পরিণত হয়েছি সফেদ ভাস্কর্যে?
ভুল তোমরা! ভ্রান্ত তোমাদের এ...
ডাকবো না আর তোকে, কোন ক্লান্ত
বিকেলে
তপ্ত খোলা প্রান্তরে,
ঘাস মাড়িয়ে জলচরে
নিরবধি হাটতে।
অথবা বড় পুকুরের কচুরিপানাতে
বসে থাকা ফড়িংগুলো ধরতে।
বলব না আর কোন বর্ষাস্নাত দিনে কিংবা রাত্তিরে
উবো হয়ে বসে,
উঠোন জমা জলের ধারে এসে
কাগজের...
সূর্যের আলো আছে, আছে প্রাচুর্যতা
আপন আলোতে করে সমস্ত পৃথিবী লালন।
চাঁদের নাই কোন নিজস্ব আলো
তারকারাজি তাই সঙ্গ দেয় তারে বেসে ভালো।
পুবের আকাশ লাল হলে মানুষ পূজে সূর্যেরে,
তবুতো ভাই গান,কবিতা যত হয়েছে...
মখমলে ঢাকা চাঁদ, হয়েছে উন্মাদ
যাচ্ছে বয়ে, শ্রাবণের ঢেউয়ে।
নিদ্রাহীন আমি জানলার পাশে,
কত কি বলে যায়! ঘন বরষায়
একাকিত্বের নিশান ছিঁড়ে,
নৈঃশব্দ্যের ভিড় ঠেলে,
এলে হঠাত আলো জ্বেলে!
জ্বলছে যে আঁধার হাজার বছর ধরে!
সে কি আজ...
©somewhere in net ltd.