![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যের আলো আছে, আছে প্রাচুর্যতা
আপন আলোতে করে সমস্ত পৃথিবী লালন।
চাঁদের নাই কোন নিজস্ব আলো
তারকারাজি তাই সঙ্গ দেয় তারে বেসে ভালো।
পুবের আকাশ লাল হলে মানুষ পূজে সূর্যেরে,
তবুতো ভাই গান,কবিতা যত হয়েছে রচিত লয়ে চাঁদেরে।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
md shaifur rahman বলেছেন: মানুষ এমনই ভাই, মা বাবা কত কষ্ট করে, কত ভালবাসা দিয়ে সন্তানকে লালন করে কিন্তু এই সন্তান সব ভুলে যায় কোন এক মোহমায়ায়
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
md shaifur rahman বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
গেম চেঞ্জার বলেছেন: চাঁদের আছে মায়া, ছলনার আবছায়া সৌন্দর্য,
সুর্য যদিও মহান আকাশের আর্য,
এই চাঁদ যে ভুলিয়েছে সবারে,
তুমি যাহা ভাবিতেছ, তাহা, কেউ কি ভাবে ভাবে, আহারে !