![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
CNC মেশিন ব্যবহারের সর্তকতা
০১. সংস্লিষ্ট অপারটের ছাড়া অন্য কেউ মেশিন পরিচালনা করবেন না।
০২. সুস্থ ও স্বাভাবিক অবস্থায় মেশিন পরিচালনা করুন অন্যথায় মেশিন পরিচালনা হতে বিরত থাকুন।
০৩. মেশিন পরিচালনা করার সময় ঢিলা পোষাক পরিহার করুন।
০৪. মেশিনে কোন অস্বাভাবিক অবস্থা পরিলিক্ষিত হলে সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করুন এবং সংস্লিষ্ট মেইনটেন্যান্স টিম কে খবর দিন।
০৫. মেশিনের কার্যক্ষেত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন এবং মেশিনের টেবিলে ও প্রতিরক্ষাকারী আবরনের উপর কোন টুল বা অন্য কিছু রাখবেন না।
০৬. কোন ঘুরন্ত অংশে হাত দিবেন না।
০৭. মেশিন বন্ধ করার পর চিপ পরিস্কার করার ক্ষত্রে ব্রাশ ব্যবহার করুন এবং বাতাস ব্যবহার না করার চেষ্টা করুন।
০৮. কোন অবস্থাতেই মেশিনের ইলেট্রিকাল প্যানেল বোর্ড খুলবেন না বা হাত দেবেন না। প্রয়োজনে সংস্লিষ্ট মেইনটেন্যান্স টিম কে খবর দিন।
০৯. মেশিন চালু করার আগে মেশিনের সর্বশেষ অবস্থা সম্পর্কে খবর নিন এবং প্রয়োজনীয় চেকিং নিশ্চিৎ করুন।
১০. প্রকৃত কাজ শুরুর আগে প্রয়োজনে টেস্ট রানিং করুন।
১১. মেশিনের কোন প্যারামিটার পরিবর্তন করবেন না।
১২. আপনার মেশিন যথাসম্ভব পরিস্কার পরিছিন্ন রাখুন।
©somewhere in net ltd.