নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

জিতে গেল আওয়ামী লীগ, হেরে গেল বিএনপি। সরকারের নিলজ্জ ইউটার্ন ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৩



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ তাদের ২য় রায় প্রকাশ করল। প্রথম রায় নিয়ে তেমন কোন প্রতিক্রিয়া না থাকলে ও এই রায় নিয়ে দেশের প্রায় সকল মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ আনন্দিত কেউ বা লজ্জিত আবার কেউ কেউ রাগে ফেঁটে পড়ছে। আর আমার মনে হচ্ছে, এই রায়ের মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিল। আমার প্রথম থেকেই মনে হত আওয়ামী সরকার রাজনৈতিক কারনেই এই ট্রাইব্যুনাল চালাচ্ছে, এখানে দেশ প্রেম বা আইনের শাসন প্রতিষ্ঠার কোন অভিপ্রায় নাই। হয়তবা এই ট্রাইবুনাল পরের রায় গুলি ও এভাবেই দিবে। এতে আওয়ামী লীগের দুইটা লাভ আর বিএনপি পড়বে ম্যাইনকা চিপাই।



আওয়ামী লীগ হয়তবা ধরে নিয়েছে তারা পরের নির্বাচনে হেরে যাবে তাই তারা চাচ্ছে কোন মতে টাল বাহানা করে সামনের এক বছর কাটিয়ে দিতে। একটা রায় দিয়ে ( যাবজ্জীবন ) আসামীদের বাঁচিয়ে রেখে পরের সরকার অথাৎ বিএনপির হাতে ছেরে দেওয়া। বিএনপি সরকার নিজেদের অক্ষমতার কারনে তাদের রায় বাস্তবায়ন করতে পারবে না বরং জামাতী চাপে নতুন করে বিচার শুরু করবে এবং স্বাভাবিক ভাবেই জামাত নেতারা বেকসুর খালাস হয়ে যাবে। এর পর আওয়ামী লীগ হাম্বা হাম্বা শুরু করবে এবং বিএনপির গায়ে কলঙ্কের দাগ লেগে যাবে যার কারনে পরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের বৈতরণী পাড় হওয়ার জন্য আর কোন ইস্যুর দরকার হবে না।



জামাত একটা সোনার ডিম পাড়া হাঁস।আওয়ামী লীগ বা বিএনপি কেউ চায় না তা হাত ছারা করতে চায় না। একটা মাত্র স্থায়ী ইস্যু যা দিয়ে ক্ষমতার বৈতরণী পার হওয়া যায় খুব সহজে। এই আম জনতার কথা বা নাই বল্লাম, এদের স্বাধীনতার চেতনা বা ধর্মীয় চেতনা নবডঙ্কা, কোন দাম…ই নাই কোন দলের কাছে।



আসুন আমরা জঙ্গলে যাই,

সভ্য সমাজে আমাদের আর প্রয়োজন নাই।




ধন্যবাদ

পথহারা সৈকত

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

রোড সাইড হিরো বলেছেন: আসুন আমরা জঙ্গলে যাই,
সভ্য সমাজে আমাদের আর প্রয়োজন নাই।

সহমত...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

পথহারা সৈকত বলেছেন: :D :D

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

নীলতিমি বলেছেন: এটাই আওয়ামীলীগের প্ল্যান। জনগণ আওয়ামীরে জুতা দেবে নিশ্চয়। :-)

তবুও চাই রাজাকারের বিচার হোক ! X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

পথহারা সৈকত বলেছেন: এটাই আওয়ামীলীগের প্ল্যান। জনগণ আওয়ামীরে জুতা দেবে নিশ্চয়। :-)

তবুও চাই রাজাকারের বিচার হোক ! :D :D :D :D :D

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

নেক্সাস বলেছেন: একমত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

পথহারা সৈকত বলেছেন: :D :D

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সংকেত মাহমুদ বলেছেন: আসুন আমরা জঙ্গলে যাই,
সভ্য সমাজে আমাদের আর প্রয়োজন নাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

পথহারা সৈকত বলেছেন: :D :D

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

আমিতপু বলেছেন: এতো কস্ট পাইয়েন না ভাই। এটাকে বলে রাজনীতি!!!


সরকার কি আসলেই বিচার করছে। নাকি তারা নেক্সট ইলেকশনের জন্য পুঁজি জমাচ্ছে।


ভবিষ্যতে জামাতের ৭ নেতা বীরশ্রেষ্ট উপাধি পাইলেও অবাক হব না ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

পথহারা সৈকত বলেছেন: ভবিষ্যতে জামাতের ৭ নেতা বীরশ্রেষ্ট উপাধি পাইলেও অবাক হব না +++++++্

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

রোদের ক্রোধ বলেছেন: তবে জনগন এত বোকা না । আজ থেকে তারা বুঝে গেছে আওয়ামীলীগ কি চিজ । আর বি এন পি জামাত কে জীবনেও ছাড়বে না । বিগত ৪ বছর আওয়ামীলীগ প্রতিটা দিন চেষ্টা করছে জোট ভাঙতে । পারে নাই । আওয়ামীলীগ এর শত উস্কানি সত্তেও বি এন পি কে টলাতে পারেনি । উল্টা এরশাদ চাচা হাম্বা লিগের উপর গোসসা করে জোট প্রায় ছেড়ে দিয়েছেন । এখন শেখ হাসিনা দিশেহারা হয়ে যতই ট্রিক্স খাটাক না কেন, সফল হবেনা । উল্টা বুমেরাং হবে । যেমন টা হল এইবার - ভেবছিল অত্যাচার করতে করতে জামাত কে ধ্বংস করবে । তারপর উল্টা ওদের তাণ্ডবে রায় গেল পাল্টে । এখন আবার তত্যাবধায়ক সরকার নিয়ে আরেক টি লগি বৈঠা শো হবে । অতঃপর হাসিনা আত্মসমর্পণ করবে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

পথহারা সৈকত বলেছেন: আপনার কথাগুলি বড়ই সুন্দর। ধন্যবাদ

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী সরকার রাজনৈতিক কারনেই এই ট্রাইব্যুনাল চালাচ্ছে, এখানে দেশ প্রেম বা আইনের শাসন প্রতিষ্ঠার কোন অভিপ্রায় নাই।...

শুধু তান্ডবে কি রায় পাল্টেছে!!!!!

বিশ্বকাপে ইসলামী ব্যাংক কিভাবে স্পন্সর হতে পেরেছিল????

এর পিছনে কি টাকার কোন ভূমিকা নেই???



--

--

সৌদী সহ তাদের মিত্রদের অনুদানের পরিমান কি ফাসির রশি কিনার জন্য যথেষ্ট নয়!!!!

স্কাইপি সংলাপে টাকার গন্ধ আছে বলে অনেকেই বলছেন!!!
এটাও কি উড়িয়ে দেয়া যাবে???????



চেতনার ধান্ধাবাজি আজো শেষ হলো না!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

পথহারা সৈকত বলেছেন:


জাতি জানতে চায়।


০১। বিশ্বকাপে ইসলামী ব্যাংক কিভাবে স্পন্সর হতে পেরেছিল???

০২। স্কাইপি সংলাপে টাকার গন্ধ আছে বলে অনেকেই বলছেন!!!
এটাও কি উড়িয়ে দেয়া যাবে???????

............... ধন্যবাদ

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

আহলান বলেছেন: আপনে কথা খারাপ বলেন নাই। কিন্তু আলীগ যে বিচবার করতে পারলো না এই পাচ বছরে, সেটাও তো জনগন দেখলো .. সতরাং বিচারের দায় ভার বিএনপির ঘাড়ে কতটুকু পড়বে দেখার বিষয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

পথহারা সৈকত বলেছেন: আহলান বলেছেন: আপনে কথা খারাপ বলেন নাই। কিন্তু আলীগ যে বিচবার করতে পারলো না এই পাচ বছরে, সেটাও তো জনগন দেখলো .. সতরাং বিচারের দায় ভার বিএনপির ঘাড়ে কতটুকু পড়বে দেখার বিষয়...............................হু......চিন্তার বিষয়।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নদীর তীরে বলেছেন: কিছু বুঝিনা । ফাসি চাই ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

পথহারা সৈকত বলেছেন: শিবির সন্ত্রাসী, ছাত্রদল/ছাত্রলীগ নিরামিষাশী
একথা প্রচার করে যারা।
আবার ছাত্রদল/ছাত্রলীগ সন্ত্রাসী, শিবির নিরামিষাশী
এ মত প্রচার করে যারা।
তারাই তো এক ঘাটে জল খায় প্রতি রাতে।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

যাযাবরমন বলেছেন: নৌকা মার্কা ধানের শীষ,
২ নাগিনীর সমান বিষ।
জামাত-শিবির রাজাকার,
এই মুহউর্তে বাংলা ছার।
দিবা যখন এদের ভোট,
টার পাবা তার দূর্ভোগ।
লোক দেখে ভোট দাও,
সরকারের নিয়ম বদলাও।
সঠিক লোক নির্বাচিত কর,
বাংলা আবার স্বাধীন কর।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

পথহারা সৈকত বলেছেন: চমৎকার বলছেনে.........সহমত

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আসুন আমরা জঙ্গলে যাই,
সভ্য সমাজে আমাদের আর প্রয়োজন নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

পথহারা সৈকত বলেছেন:

প্রিয় আপু,
আপনাকে ধন্যবাদ।



শিবির সন্ত্রাসী, ছাত্রদল/ছাত্রলীগ নিরামিষাশী
একথা প্রচার করে যারা।
আবার ছাত্রদল/ছাত্রলীগ সন্ত্রাসী, শিবির নিরামিষাশী
এ মত প্রচার করে যারা।
তারাই তো এক ঘাটে জল খায় প্রতি রাতে।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

আবিরু সাবীল বলেছেন: হ্যাঁ, অবশেষে বি এন পি পরাজিত হলো। এই যুদ্ধাপরাধের বিচার যে আওয়ামীলীগের রাজনৈতিক খেলা এটা বি এন পি বুঝলেও তা প্রমাণ করার মতো ক্ষমতাও যে বি এন পির নেই সেটাই বি এন পি প্রমাণ করল।

অবাক হবো না তত্ত্বাবধায়ক ইস্যু নিয়েও যদি আওয়ামী কৌশলের কাছে সামনে বি এন পি পরাজিত হয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৮

পথহারা সৈকত বলেছেন: অবাক হবো না তত্ত্বাবধায়ক ইস্যু নিয়েও যদি আওয়ামী কৌশলের কাছে সামনে বি এন পি পরাজিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.