![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
দেখতে পারছি এ দেশের বুকে
দেখতে পারছে না যারা
চেতনার (স্বাধীনতার) গ্রাফ উঠছে না নামছে
ফিতে নিয়ে মাপছেন তারা।
কোনটা দেশপ্রেমিক আর কোনটা যে রাজাকার
সার্টিফিকটে দিচ্ছেন তারা।
নিজামী বন্ধী হয়,...... থুরি থুরি,
আশরাফ বন্ধী হয় মানুষ বোঝে না বলে
মানুষই আবার জ্ঞানী, জিতে ভোট ফলাফলে।
মানুষ তো মুরগী-ছাগলও বলা চলে।
এ ভেবেই টিকে আছে যারা, তারা কারা, তারা কারা?
এরা হাম্বা ইন্টালেকচুয়াল, এরা হাম্বা ইন্টালেকচুয়াল।
মুক্তিযুদ্ধের ধারক বাহক সেজে
দেশপ্রেমিকের সাজে নিজেদের ত্বক-মেজে
জ্ঞানের বাটখারা কারা?
এরা হাম্বা ইন্টালেকচুয়াল, এরা হাম্বা ইন্টালেকচুয়াল।
শিবির সন্ত্রাসী, ছাত্রদল/ছাত্রলীগ নিরামিষাশী
একথা প্রচার করে যারা।
আবার ছাত্রদল/ছাত্রলীগ সন্ত্রাসী, শিবির নিরামিষাশী
এ মত প্রচার করে যারা।
তারাই তো এক ঘাটে জল খায় প্রতি রাতে।
দুদিকেরই ঘুষ খায় দুজনে হাতে হাতে।
ভিক্ষাবৃত্তি করে যারা, তারা কারা, তারা কারা?
এরা হাম্বা ইন্টালেকচুয়াল, এরা হাম্বা ইন্টালেকচুয়াল।
বঙ্গবন্ধু-জিয়ার অবদান ভুলে যান
বামদের গানই মনলোভা।
একথা বলেন যারা, বাংলার অর্থনীতির খরা
কাটালো কি তাদের বাবা।
দেশে যে যায় না মান, তারাই তো যায় ই্উনাইটেড নেশান।
দেশনেত্রী বিশ্ব পায় ব্রঞ্চের হনুমান।
ভিক্ষাবৃত্তি করে যারা, তারা কারা, তারা কারা?
এরা হাম্বা ইন্টালেকচুয়াল, এরা হাম্বা ইন্টালেকচুয়াল।
[ বিদ্র: ধন্যবাদ গুরু নচিকেতা কে। তার ইন্টালেকচুয়াল গান অবলম্বন করে বানানো এই কবিতা। ]
ধন্যবাদ
পথহারা সৈকত
গাজিপুর, বাংলাদেশ
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১
পথহারা সৈকত বলেছেন:
তাই নাকি বুবু?
তাহলে আমার বাসায় আপনার স্বপরিবারে (স্বামীসহ /বয়ফ্রেন্ডসহ
) দা্ওয়াত
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
লাবনী আক্তার বলেছেন: পথহারা সৈকত
গাজিপুর, বাংলাদেশ
গাজীপুর?????
আপনিতো আমার প্রতিবেশি!!