| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথহারা সৈকত
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
![]()
আন্দোলনের ৭ম দিনে গণজাগরণ মঞ্চে আসেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলা চলচ্চিত্রের চির সবুজ নায়ক ও মিয়া ভাই ফারুক। বেলা ১২টায় তিনি গণজাগরণ মঞ্চে আসেন এবং উপস্থিত তারুণ্যের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, “তারুণ্যের এ জাগরণ মুক্তিযুদ্ধের চেতনাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।”
ফারুক বলেন, “মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই- এ কথা তরুণ প্রজন্ম ঘুণে ধরা রাজনতিবিদদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে।”
সোমবার দুপুরে এই মঞ্চে আরো আসেন সঙ্গীত শিল্পী মিতা হক, অভিনয় শিল্পী অপি করিম ও দীপা খন্দকার।
আন্দোলনের সপ্তম দিনে একে একে সব শ্রেণি-পেশার মানুষ এসে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে এই আন্দোলনে নিজেদের জড়িয়ে নিজেদের মুক্তিযুদ্ধের স্বাদ নিচ্ছেন বলে মনে করছেন তারা।
এদিকে টানা এক সপ্তাহেও কমেনি এই আন্দোলনের জোর ও উদ্যম। নানা শ্রেণি-পেশার মানুষের এই একাত্মতা আন্দোলনকারীদের আরো উৎসাহিত করছে বলে মনে করছেন উদ্যোক্তারা।
মমতাজও আসেন প্রজন্ম চত্বরে
রোববার ষষ্ঠ দিনে সংহতি জানাতে আসেন বিখ্যাত কণ্ঠ শিল্পী মমতাজ। মাটির এই শিল্পী শেকড়ের গান পরিবেশন করেন। উজ্জীবিত করে পরিবেশন করেন গান।
তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
পথহারা সৈকত বলেছেন: ভাই ফারুক স্যালুট তোমায়.......
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
তামীল০০৯৬ বলেছেন: Thanks to Faruk.
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই
জয় বাংলা!!!!
৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মরমি বলেছেন: স্যালুট মুক্তিযোদ্ধা 'নীল দরিয়ার সারেং' ফারুক ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সাদা মনের মানুষ বলেছেন: স্যালুট তোমায়........
আমাদের আত্ববিশ্বাসে আরো খানিকটা অক্সিজেন ।