নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের মাঝে খুজে পাবে আসল ঠিকানা...

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........

পথহারা সৈকত › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হতে পারে জামায়াত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে সরকার। কোন প্রক্রিয়ায় এবং কোন আইনে সংগঠনটির বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেয়া যায়-এসব বিষয় এরইমধ্যে চিহ্নিত করা গেছে বলে সরকারের বিভিন্ন সূত্র তথ্য দিয়েছে।

সরকারের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে সূত্রগুলো জানায়, বর্তমান পরিস্থিতিতে সরকার মনে করছে যে, জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেয়া যাবে। কারণ এ গ্রাউন্ডে জামায়াতকে নিষিদ্ধ করার আইনগত বৈধতাও অনেক বেশি। এ লক্ষ্যে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনে দ্রুত সংশোধনী আনবে সরকার।

সন্ত্রাসবিরোধী আইনের ৬ (২) ধারায় বলা হয়েছে, “কোনো ব্যক্তিকে হত্যা, গুরুতর আঘাত বা অপহরণ করিলে বা কোনো ব্যক্তির সম্পদের ক্ষতি করিলে অথবা কোনো উদ্দেশ্য সাধনকল্পে কোনো বিস্ফোরক দ্রব্য, দাহ্য বস্তু বা অন্য কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করিলে বা নিজ দখলে রাখিলে তিনি ‘সন্ত্রাসী কার্য’ সংঘটনের অপরাধ করিবেন।”



এই ধারায় দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা অনুর্ধ্ব ২০ বছর এবং অনুর্ধ্ব তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ড আরোপ করা যাবে।



সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারায় ‘সংগঠন নিষিদ্ধকরণ’ শিরোনামে বলা হয়েছে, “এই আইনের উদ্দেশ্য সাধনকল্পে সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসংগত কারণের ভিত্তিতে, আদেশ দ্বারা তফসিলে তালিকাভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারিবে।”



নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্রে জানায়, জামায়াত নিষিদ্ধের আইনগত বিষয়টি চূড়ান্ত করতে কাজ শুরু করেছে সরকার। সরকার আইন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামতও গ্রহণ করা শুরু করেছে।



গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনটিকে আরো সংশোধন করার বিষয় নিয়ে আলোচনা হয়।





তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

মদন বলেছেন: আওয়ামীলীগকে যদি চিনতে ভুল না করি, সরকার কিছুই করবে না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

পথহারা সৈকত বলেছেন: মদন বলেছেন: আওয়ামীলীগকে যদি চিনতে ভুল না করি, সরকার কিছুই করবে না। X( X( X(

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

মো ঃ আবু সাঈদ বলেছেন: আওয়ামীলীগকে তালিকাভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারিবে না কেন??

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

তাসজিদ বলেছেন: এখনি সময় জাগার, জামাত কে রুখার।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

মাথা নষ্ট সিপাহি বলেছেন: সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারায় ‘সংগঠন নিষিদ্ধকরণ’ শিরোনামে বলা হয়েছে, “এই আইনের উদ্দেশ্য সাধনকল্পে সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসংগত কারণের ভিত্তিতে, আদেশ দ্বারা তফসিলে তালিকাভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারিবে'

বুঝিলাম, যে ঐ আইন বলে আওয়ামি লীগ কে এবং বি্মপি কেও নিষিদ্ধ করা যায়, :-/ :-/ :-/ :-/ :-/ :-/

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

যোগী বলেছেন: এই @মদনেরা অনেক প্রাচিন কাল থেকে প্রায় একই কমেন্ট করে আসছে

"আওয়ামীলীগকে যদি চিনতে ভুল না করি, আওয়ামীলীগ শেখ মুজিব হত্যার বিচার করবেনা"

"আওয়ামীলীগকে যদি চিনতে ভুল না করি, আওয়ামীলীগ যুদ্ধাপরাধীদের বিচার করবেনা"

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: কতিপয় মুনুষ্যের কমেন্ট পড়িয়া

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

পথহারা সৈকত বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

ধ্রুব মহাকাল বলেছেন: জাশিদের নিষিদ্ধ করা উচিত্‍ ।তাদের কারণেই দেশ আজ বিভক্তির দিকে ।এই আইনের আওতায় কুত্তালীগকেও নিষিদ্ধ করা উচিত্‍ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

পথহারা সৈকত বলেছেন: সব দল নিষিদ্ধ করা উচিত্‍ :D :D :D

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

টাইটান ১ বলেছেন: জামায়াতকে নিষিদ্ধ করে সরকার প্রমাণ করুক যে তারা জামায়াতের সাথে আঁতাত করে বিএনপি বাঁশ দেয়ার চিন্তা করেনি। জাতি এর প্রমাণ চাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

পথহারা সৈকত বলেছেন: জাতি এর প্রমাণ চাই। =p~ =p~ =p~

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

মোঃ আবদুল হাই বলেছেন: বর্তমান সরকার চাইলে সাংবিধানিক ভাবেই ৫ মিনিটেই সংসদে জামাত শিবির নিষিদ্ধ করতে পারে। প্রকৃতপক্ষে সরকারের বিন্দু মাত্র স্বদিচ্ছা নাই-জামাত শিবিরকে নিষিদ্ধ করার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

পথহারা সৈকত বলেছেন: ৫ মিনিট???? =p~ =p~ :D :D

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

মদন বলেছেন: [ @যোগী আপনার সাথে বিতর্কে যাবার ইচ্ছে নেই, যে অপবাদ আমার বিরুদ্ধে দিলেন আমার ধারনা এমন কোনো মন্তব্য আমি কখনো কোথাও করেছি বলে মনে পড়ে না। গন ট্যাগিং খুব খারাপ জিনিস। মতপ্রকাশের স্বাধিনতাকে অপব্যবহার না করাই ভালো। ]

সরকারের গতকালের মিটিংএর খবর দেখুন

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা সরকারের নেই।
সরকার কেবল যুদ্ধাপরাধীদের বিচার করবে। কোনো ধর্মীয় সংগঠন বা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তাভাবনা সরকারের নেই। বরং ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে।

Click This Link

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

পথহারা সৈকত বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.