![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
১৪তম আশিয়ান বয়সভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপে স্ট্যান্ডার্ড দাবার অনুর্ধ্ব-১০ বিভাগে সোনা জিতেছে বাংলাদেশের ক্ষুদে দাবাড়ু ফাহাদ রহমান।
গত ৫ জুন শুরু হওয়া থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৯ খেলায় ৭ দশমিক ৫ পয়েন্ট অর্জন করে ফাহাদ।
টুর্ণামেন্টে অংশ নেয়া ৪৩ দাবাড়ুর মধ্যে ফাহাদের রেটিং পয়েন্ট সর্বোচ্চ (২০৩৪)। আগামী ১৪ জুন প্রতিযোগিতার পর্দা নামছে।
স্ট্যান্ডার্ড, র্যাপিড ও র্ব্লিটজ এই তিন বিভাগে অংশ নেয় ফাহাদ। অবশ্য র্যাপিড দাবায় ব্রোঞ্জ পায় সে।
এর আগে গত ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবায় সোনা জিতেছিল বাংলাদেশের প্রতিভাবান এই দাবাড়ু।
উল্লেখ্য, দাবাড়ু ফাহাদ রহমানের স্পন্সর হিসেবে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১২
পথহারা সৈকত বলেছেন: এরাই আমাদের গর্ব। +++++++++++
২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৩
বাতায়ন এ আমরা কজন বলেছেন: এরাই আমাদের গর্ব।